২০২১ সালে হলিউডের সেরা ১০ সিনেমা
২০২১ সালে হলিউড দর্শকদের উপহার দিয়েছে কিছু গ্রাউন্ড-ব্রেকিং সিনেমা। যা শুধু বিনোদন নয়, বিনোদনের চেয়েও বেশি কিছু ছিল। প্রথাগত গল্পের বাইরেও এবারে হয়েছে ভিন্নধর্মী বহু সিনেমা। যা হলিউডকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে।
চলুন জেনে নেয়া যাক ২০২১ সালে হলিউডে মুক্তি পাওয়া এমন কিছু শীর্ষ সিনেমার নাম-
স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম
মার্ভেল কমিক্স চরিত্র স্পাইডার-ম্যানকে ভিত্তি করে নির্মিত মার্কিন সুপারহিরো সিনেমা। এর যৌথ-প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচার্স এবং মার্ভেল স্টুডিওজ। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৭তম সিনেমা এবং স্পাইডার-ম্যান: হোমকামিং (২০১৭) ও স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম-এর সিক্যুয়াল (২০১৯)। সিনেমাটির পরিচালনা করেছেন জন ওয়াটস এবং রচনা করেছেন ক্রিস ম্যাককেন্না ও এরিক সোমার্স। জনপ্রিয় এ সিনেমায় অভিনয় করেছেন টম হল্যান্ড। তার চরিত্র ছিল পার্কার। এছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন যেনদায়া, জ্যাকব বাটালন, মারিসা টোমেই, জেমি ফক্স, বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং আলফ্রেড মোলিনা। আইএমডিবি রেটিং- ৯/১০।
দ্য ফাদার
‘দ্য ফাদার’ একটি সিনেমার চেয়ে অনেক বেশি যা শুধুমাত্র আপনাকে একটি গল্প বলার জন্য মুগ্ধ করে দেবে। এটি এক ধরনের অভিজ্ঞতা এবং অস্থির জগতের যাত্রা নিয়ে গল্প বলেছে। যা ততোটাই বাস্তব, যতোটা বিশ্বাস করা যায়। এটি একটি মনস্তাত্ত্বিক ড্রামা সিনেমা। এতে অভিনয় করেছেন অলিভিয়া কোলম্যান, অ্যান্টনি হপকিন্স, মার্ক গ্যাটিস, অলিভিয়া উইলিয়ামস, ইমোজেন পুটস, রুফাস সেওয়েল, আয়েশা ধরকার। আইএমডিবি রেটিং- ৮.৩/১০।
ডিউন
ডিনিস ভিলেনিউভ পরিচালিত ডিউন বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক একটি সিনেমা। এর পরিচালনা করেছেন এরিক রথ, জন স্পাইটস এবং ভিলেনিউভ। ১৯৬৫ সালের ফ্র্যাঙ্ক হার্বার্ট এর উপন্যাস ডিউন অবলম্বনে ‘ডিউন’ সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমার নানা চরিত্রে অভিনয়ে রয়েছেন জেনডিয়া, টিমটি শালামে, রেবেকা ফার্গুসন, অস্কার আইজ্যাক সহ আরও অনেকে। আইএমডিবি রেটিং- ৮.২/১০ ।
শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস
শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দি টেন রিংগস হলো ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র যা মার্ভেল কমিক্স ভিত্তি করে নির্মিত এবং শাং-চি চরিত্রকে কেন্দ্র করে এর গল্প। চলচ্চিত্রটি মার্ভেল স্টুডিওজ দ্বারা প্রযোজিত এবং ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স পরিবেশন করেছে। এটি হলো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৫তম চলচ্চিত্র। এ সিনেমায় অভিনয় করেছেন- সিমু লিউ, আওকোয়াফিনা, মিশলে ইয়োহ, টনি চিউ ওয়ালি লিউং সহ আরও অনেকে। এর আইএমডিবি রেটিং- ৭.৫/১০।
এনকান্তো
এ বছরের অ্যানিমেটেড সিনেমার মধ্যে এটি একটি। ‘এনকান্তো’ যথেষ্ট হাস্যরস, রঙিন ভিজ্যুয়াল, মনোমুগ্ধকর চরিত্র এবং আকর্ষণীয় মিউজিকের তৈরি একটি সিনেমা। ছবিটি যে কোনো বয়সের দর্শকদের মুগ্ধ করবে। সিনেমাটি ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও দ্বারা নির্মিত। এতে অভিনয় করেছেন, স্টেফানি ব্রিটেজ, ডায়ান গুয়েরেরো, রেনজি ফিলিজ সহ আরও অনেকে। আইএমডিবি রেটিং- ৭.৫/১০ ।
পাম স্প্রিংস
‘পাম স্প্রিংস’ আমেরিকান সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডি সিনেমা। এর পরিচালনা করেছেন বারবাকো। সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান্ডি সামবার্গ, ক্রিস্টিন মিলিওটি, জে.কে. সিমন্স, মেরেডিথ হ্যাগনার, ক্যামিলা মেন্ডেস, টাইলার হোচলিন, পিটার গ্যালাঘের। আইএমডিবি রেটিং- ৭.৪/১০।
নো টাইম টু ডাই
‘নো টাইম টু ডাই’ গুপ্তচর-মারপিটধর্মী সিনেমা। এর পরিচালক আমেরিকান পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা এবং মেট্রো-গোল্ডউইন-মেয়ার। ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি। সিনেমাটি জেমস বন্ড সিরিজের পঁচিশতম সংস্করণ। এতে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ, ক্রিস্টোফ ওয়াল্টজ, রামি মালেক, আনা ডি আরমাস, ডেভিড ডেনসিক, বিলি ম্যাগনুসেন, জেফরি রাইট, রালফ ফিয়েনস, লিয়া সিডক্স ও নাওমি হ্যারিস। আইএমডিবি রেটিং-৭.৪/১০।
এ কোয়াইট প্যালেস: পার্ট টু
‘এ কোয়াইট প্যালেস: পার্ট টু’ আমেরিকান হরর সিনেমা। এটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এ কোয়াইট প্যালেসের সিক্যুয়েল। সর্বোপরি পার্ট টু আপনাকে প্রথমটির মতোই ভয়ঙ্কর থ্রিলার উপহার দেবে। এতে অভিনয় করেছেন সিলিয়ান মারফি, জন ক্রাসিনস্কি, এমিলি ব্লান্ট, নোয়া জুপে ও ডিজিমন। আইএমডিবি রেটিং- ৭.৩/১০।
দ্য সুইসাইড স্কোয়াড
'দ্য সুইসাইড স্কোয়াড' আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র। এটি সুইসাইড স্কোয়াড দলটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি, ইদ্রিস এলবা, জোয়েল কিন্নামান, ডেভিড ডাস্টমালচিয়ান ও ভায়োলা। আইএমডিবি রেটিং- ৭.৩/১০ ।
ফ্রি গাই
'ফ্রি গাই' আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি সিনেমা। সিনেমাটি অত্যন্ত উপভোগ্য। এতে অভিনয় করেছেন জোডি কমার, রায়ান রেনল্ডস, তাইকা ওয়াইতিতি, উৎকর্ষ আম্বুদকর, লিল রিল হাওয়ারী। আইএমডিবি রেটিং: ৭.২/১০ ।
এছাড়াও আলোচনায় ছিল চারটি সিনেমা। সেগুলো হলো-
ইটার্নালজ
মার্ভেল কমিক্সভিত্তিক সুপারহিরো সিনেমা ইটার্নালজ। এটি মার্ভেল স্টুডিওজ দ্বারা প্রযোজিত। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর ২৬তম সিনেমা হিসেবে ইটার্নালজ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন হ্যারি স্টাইলস, অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক, কিট হ্যারিংটন, রিচার্ড ম্যাডেন সহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৬.৮/১০ ।
ব্ল্যাক উইডো
'ব্ল্যাক উইডো' আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র। যা মার্ভেল কমিক্স চরিত্রের উপর ভিত্তি করে নির্মিত। মার্ভেল স্টুডিওজ দ্বারা প্রযোজিত এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার্স দ্বারা পরিবেশিত। সিনেমাটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর চব্বিশতম সিনেমা। ব্ল্যাক উইডো একটি কাল্পনিক চরিত্র। যা নাতাশা রোমান অফ নামেও পরিচিত। এতে অভিনয় করেছেন স্কার্লেট জোহ্যানসন, ফ্লরেন্স পিউ, ডেভিড হারবার সহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৬.৭/১০ ।
জঙ্গল ক্রুজ
জঙ্গল ক্রুজ হলো আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা। এর পরিচালনায় ছিলেন-গ্লেন ফিকাররা, জন রেকুয়া এবং মাইকেল গ্রিন। সিনেমাটি জাউমে কোলেট-সেরার দ্বারা পরিচালিত। জঙ্গল ক্রুজ ডিজনিল্যান্ডের থিম পার্ক রাইডের উপর ভিত্তি করে তৈরি। যেখানে একটি ছোট নদী , বিপজ্জনক প্রাণি এবং সরীসৃপে ভরা। কিছু ভ্রমণপিপাসু মানুষের সেই জঙ্গল ভ্রমণ নিয়েই সিনেমাটি নির্মিত। এতে অভিনয় করেছেন- ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, এডগার রামিরেজ জ্যাক হোয়াইটহাল, জেমি প্লেমন্সসহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৬.৬/১০ ।
ভেনম: লেট দেয়ার বি কার্নেজ
মার্বেল কমিকের ভেনম চরিত্রকে ভিত্তি করে নির্মিত অতিমানবিয় মার্কিন সিনেমা। মার্ভেল চরিত্র নিয়ে সনি পিকচার্স ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা এবং ভেনম (২০১৮)-এর সিক্যুয়াল। ভেনম পরিচালনা করেছেন অ্যান্ডি সার্কিস এবং এর চিত্রনাট্য লিখেছেন কেলি মার্সেল। এতে অভিনয় করেছেন- টম হার্ডি, টম হল্যান্ড, উডি হ্যারেলসন, মিশেল উইলিয়ামস সহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৬/১০
এলএ/জিকেএস