মিশন এক্সট্রিম সিনেমাটি আমার জন্য টার্নিং পয়েন্ট : সুমিত
মোবাইল অপারেটরের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে শোবিজে পা রাখেন সুমিত সেনগুপ্ত। এরপর নাটক-মিউজিক ভিডিওতে অভিনয় করেও প্রশংসা কুড়ান। তারই ধারাবাহিকতায় ২০১৫ সালে ‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই তরুণ অভিনেতা। এরপর ‘মহুয়া সুন্দরী’ সিনেমায় অভিনয় করে সবার দৃষ্টি কাড়েন তিনি।
সর্বশেষ ৮ অক্টোবর মুক্তি পায় সুমিত অভিনীত ‘পদ্মাপুরান’। সিনেমাটির মূল নায়ক হিসেবে দেখা যায় তাকে। মুক্তির পর সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকরাও সুমিতের অভিনয়ের প্রশংসা করেন। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। এই সিনেমায় এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সুমিত।
নিজের চরিত্র ও এ সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়েছেন সুমিত।
জাগো নিউজ: ‘মিশন এক্সট্রিম’ যুক্ত হওয়া গল্পটা জানবো...
সুমিত: আমাকে একদিন প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন অফিস থেকে অরুপ রতন নামে একজন ফোন করেন। তারপর আমি দেখা করি। তারা আমাকে একটা সিনেমার অফার করেন। গল্পটা শোনায় পরিচালক সানি সানোয়ার ভাই। গল্পটা শুনেই মনে হলো এ ধরনের গল্পেই কাজের অপেক্ষায় ছিলাম। তাছাড়া এটি পুলিশকে নিয়ে গল্প। এমন গল্পে আমি কখনো কাজ করিনি। তার ওপর এই টিমটা ‘ঢাকা অ্যাটাক’র মতো সফল সিনেমা তৈরি করছে। তাই কাজটি করেছি অনেক আগ্রহ নিয়ে।
জাগো নিউজ: ‘মিশন এক্সট্রিম’ ছবিতে আপনার চরিত্রটি কেমন?
সুমিত: পুলিশের উপ-কমিশনার চরিত্রে কাজ করেছি। চরিত্রের নাম শহিদ। খুব উত্তেজিত অবস্থায় থাকে সবসময়। বাকিটা আর বলতে চাই না।
জাগো নিউজ: ‘মিশন এক্সট্রিম’ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
সুমিত: দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। আমি যেহেতু পুলিশ অফিসার হিসেবে আছি তাই একজন পুলিশ অফিসের লাইফস্টাইল ফলো করতে হয়েছে। এক মাস ট্রেনিং করেছি। আরও অনেক কিছু শেখার ও জানার সুযোগ হয়েছে। এ অভিজ্ঞতা আমাকে সামনে ক্যারিয়ারের জন্য অনেক ভালো কিছু করতে সাহায্য করবে। এই কাজটি আমার জন্য টার্নিং পয়েন্টও হতে পারে।
জাগো নিউজ: কি কি কারণে এ ছবিটি দর্শক দেখবে বলে আপনার কাছে মনে হয়?
সুমিত: দেখুন আমাদের বাংলা সিনেমায় কিন্তু আগে গল্প ছিল যার হলে দর্শকের ভিড় হতো। হলের পরিবেশ নিয়ে কথা হতো না। বর্তমানে ম্যাক্সিমাম সিনেমায় গল্প নেই। যেগুলো গল্পকে স্ট্রং করতে পারছে সেগুলো কিন্তু ঠিকই দেখেছে দর্শক।
আশা করছি ‘মিশন এক্সট্রিম’ দেখতেও আসবে দর্শক। একটা নতুন গল্প আছে এখানে যা দর্শক আগে কখনো দেখেনি। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি সব শ্রেণির দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।
জাগো নিউজ: নতুন কোনো কাজ...
সুমিত: কয়েকদিন আগে রায়হান রাফি পরিচালিত শেষ করলাম ‘দামাল’ সিনেমার শুটিং। অনেক কাজের প্রস্তাবই আসে। কিছু সিনেমার অফার আছে। আপাতত ‘মিশন এক্সট্রিম’র প্রচারণায় অংশ নিতে হচ্ছে।
জাগো নিউজ: একটু ভিন্ন প্রসঙ্গ। যেহেতু পুলিশ অফিসারের চরিত্রে কাজ করেছেন তাই পুলিশ সম্পর্কে আপনার নতুন কিছু ভাবনা বা উপলব্ধি সম্পর্কে জানতে চাই....
সুমিত: পুলিশ সম্পর্কে সবাই নেতিবাচক ধারণা পোষণ করলেও এই সিনেমায় অভিনয় করতে গিয়ে আমি তাদের মানবিক ও ভালো গুণগুলোর সন্ধান পেয়েছি। পুলিশ সম্পর্কে আমার ধারণা আগের চেয়ে আরও ইতিবাচক হয়েছে।
আমি দেখেছি যে দেশকে তারা কত ভালোবাসেন। পরিবারকে সময় দিতে পারেন না। কোনো পারিবারিক অনুষ্ঠানে যেতে পারেন না। সবাই যখন আনন্দ করে তখন তারা কাজ করেন। আমরা কখনো তা চিন্তা করি না। এই রাষ্ট্রের কত গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে হয় তাদের।
এমআই/এলএ/এএসএম