ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইতিহাস গড়তে চায় অঙ্গার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:৪২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

বাংলা ছবির সব ইতিহাস পাল্টে নতুন ইতিহাস গড়তে আসছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনার ছবি ‘অঙ্গার’। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

জাজ প্রযোজিত আগের সব ছবির ব্যবসায়িক রেকর্ড ভেঙে এগিয়ে থাকবে ছবিটি। পাশাপাশি নবাগত জলির অভিনয় দারুণ মুগ্ধ করবে দর্শকদের। এমনটাই আভাস পাওয়া গেল জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কাছ থেকে। কয়েকদিন ধরেই তিনি ‘অঙ্গার’ ছবিটি প্রসঙ্গে এমনটাই বলে বেড়াচ্ছেন।

ছবি প্রসঙ্গে আব্দুল আজিজ তার ফেসবুক পেইজেও এ ছবি প্রসঙ্গে লিখেছেন, ‘গেল ১০ বছরের বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে জলি এবং ‘অঙ্গার’ আসছে আপনার কাছের প্রেক্ষাগৃহে’।

প্রসঙ্গত, জানুয়ারি মাসের মাঝামাঝি সপ্তাহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘অঙ্গার’। ইতিমধ্যে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেইজে এবং ইউটিউবে ছবিটির প্রচারণার জন্য এক মিনিটের ভিডিও লিঙ্ক পোস্ট করা হয়েছে।

এই ছবির মাধ্যমেই ঢাকাই ছবিতে অভিষেক ঘটতে যাচ্ছে জলির। এখানে তার বিপরীতে আছেন ওপার বাংলার নায়ক ওম।

এলএ