ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সংগ্রাম করে সফল মেয়ে, কাঁদলেন বাঁধনের বাবা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৫ এএম, ১১ নভেম্বর ২০২১

মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রিমিয়ার শো ছিল গতকাল বুধবার (১০ নভেম্বর)। ছবি শেষ হতেই প্রেক্ষাগৃহে আলো জ্বলে ওঠে। ততক্ষণে বাঁধনকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় তার ১০ বছরের মেয়ে সায়রা। পাশে আপ্লুত বাঁধনের বাবাও। পর্দায় সায়রা তার মাকে দেখেছেন ঠিকই, কিন্তু অনুভব করেছেন রেহানার দ্বন্দ্ব ও সংগ্রাম।

সিনেমায় সায়রার বয়সের একটি মেয়ে চরিত্র আছে। তার কষ্টকে হয়তো নিজের কষ্টের সঙ্গে মিলিয়ে ফেলেছে ছোট্ট সায়রা। সায়রার সঙ্গে কথা বলতে চাইলে বাঁধন মানা করেন। তাই সায়রার মনের অবস্থা জানা যায়নি তখন।

বিশেষ এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাঁধনের বাবা আমিনুল হক। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে আমি তা জানতাম না, আমাদের পরিবার কখনো চাইতো না বাঁধন মিডিয়ায় কাজ করুক। সবাই বলতো মেয়ে মানুষ এইগুলো করবে কেন? সে ডাক্তার হচ্ছে তা করুক। কিন্তু আমি চাই তা যে বাঁধনে যা ভালোভাবে করতে পারবে তাই করুক। আজ মনে হচ্ছে আমি সফল মেয়ে কাজ দেখে। সে তার কাজটা ঠিকমতো করছে। আজ কে খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘সিনেমা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মেয়ে বাঁধন আর নাতনির সংগ্রাম দেখছি। এই রকমের একটা সময় পার করতে হয়েছে তাদের। আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই। দেশে জন্য আরও ভালো কিছু করতে পারে যেন বাঁধন।’

কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার প্রিমিয়ার হয়েছিল রেহানা মরিয়ম নূর সিনেমার। দেশের মানুষ সিনেমাটি দেখবেন ১২ নভেম্বর।

প্রিমিয়ার শোতে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং সিনেমাটির কলাকুশলীরা।

এমআই/এলএ/জিকেএস

আরও পড়ুন