ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

স্টার সিনেপ্লেক্সে আসছে স্টার ওয়ারসের নতুন সিরিজ

প্রকাশিত: ০৬:৪২ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

দুনিয়াজোড়া লাখো চলচ্চিত্রপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’। ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি।

আর বাংলাদেশের দর্শকদের জন্য ঢাকার স্টার সিনেপ্লেক্স থ্রিডি আকারে ছবিটি নিয়ে আসছে ২৫ ডিসেম্বর। জমকালো আয়োজনে ছবিটির রেড কার্পেট প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জে জে আব্রামস পরিচালিত সিরিজেরে এবারের পর্বে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, লুপিটা নিয়ঙ, মার্ক হ্যামিল, ক্যারি ফিশার, ডেইজি রিডলিসহ আরও অনেকে।

হলিউডের বিভিন্ন সূত্রে জানা গেছে, মুক্তির পরপরই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে ‘দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’। ২০০ মিলিয়ন বাজেটের ছবিটি এরইমধ্যে আয় করে ফেলেছে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

এ বিষয়ে ছবিটির প্রযোজনা সংস্থা ডিজনি বলছে, শুধুমাত্র ১৭ ডিসেম্বরের প্রিভিউ থেকেই সিনেমাটি তুলে এনেছে ৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার পর ছবিটির আয়ের খাতা খুলেছে ১০ কোটি মার্কিন ডলার নিয়ে, যা ইতোমধ্যেই ‘হ্যারি পটার: দ্য ডেথলি হ্যালোজ পার্ট টু’র ৯ কোটি ১১ লাখ ডলারের রেকর্ড ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের বাইরে ৪৪টি দেশ থেকেও ‘স্টার ওয়ার্স’র সপ্তম সংযোজন তুলে এনেছে প্রায় ৭ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। আগামী সপ্তাহেই ছবিটি মুক্তি পাবে গ্রিস, ভারত আর চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে।

প্রসঙ্গত, যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘স্টার ওয়ারস’-এর স্রষ্টা জর্জ লুকাস। ১৯৭৭ সাল থেকে তিনি এই ফ্রাঞ্চাইজির ছয়টি ছবি নির্মাণ করেন। ২০০৫ সাল পর্যন্ত এ সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো মোট আয় করেছে ৪৪০ কোটি ডলার। তিন বছর আগে লুকাস ফিল্ম থেকে ৪০০ কোটি ডলারের বিনিময়ে সিরিজের স্বত্ব কিনে নেয় ডিজনি। দশ বছর পর বড় পর্দায় আবারো ফিরছে যুদ্ধ নিয়ে সর্বকালের অন্যতম সফল সিরিজ ‘স্টার ওয়ারস’-এর নতুন ছবি। তাই ছবিটি নিয়ে মাতামাতিও হচ্ছে একটু বেশি।

এলএ