ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুভ জন্মদিন রুনা লায়লা

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৭ নভেম্বর ২০১৪

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। পাঁচ দশকের সংগীত জীবনে ১৯টি ভাষায় অসংখ্য গান গেয়েছেন গুণী এই তারকা।

১৯৭৪ সালের শুরুতে প্রয়াত সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে গান গাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ছবিতে প্রথম প্লেব্যাক করেন তিনি। গানের কথা ছিল ‘ও জীবন সাথী তুমি আমার’। এ গানে তার সঙ্গে কণ্ঠ দেন খন্দকার ফারুক আহমেদ। তবে পাকিস্তানের ‘যুগ্নু’ ছবিতে ছোটবেলায় রুনা লায়লা প্রথম প্লেব্যাক করেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশের অসংখ্য ছবিতে তিনি প্লেব্যাক করেছেন।

সংগীতে আকাশছোঁয়া সাফল্য অর্জন করা শিল্পী রুনা লায়লা নাচেও বেশ পারদর্শী। চার বছর বুলবুল একাডেমি করাচিতে ভরত নাট্যম, কত্থক, কত্থকলি শিখেছিলেন এ তারকা। নন্দিত এই শিল্পী অভিনয় করেছেন ‘শিল্পী’ নামক চলচ্চিত্রেও। পেয়েছেন নানা পুরস্কার। এসবের মধ্যে রয়েছে দেশ থেকে চারবার জাতীয় চলিচ্চত্র পুরষ্কার, স্বাধীনতা দিবস পুরষ্কার। এছাড়া ভারত থেকে পেয়েছেন সায়গল পুরষ্কার।

পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কার সহ জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক। নব্বই দশকে গিনেস বুকে স্থান পাওয়া সংগীতশিল্পী রুনা লায়লা জন্মদিনে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রতিদিনই আমার কাছে একটি নতুন দিন, জন্মদিনও। সূর্যের আলো, বিকালের মৃদু হাওয়া, সাঁঝের মায়া, চাঁদের আলো সবই নতুন মনে হয়। এভাবেই ভাবতে ভাল লাগে আমার। এবারের জন্মদিনটি রুনা লায়লা তার পরিবারের সদস্যদের সঙ্গেই কাটাবেন। জন্মদিনে বরেণ্য এ শিল্পীর জন্য জাগোনিউজ-এর পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।