ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আবারও অলিকের সিনেমার গানে হাবিব, ফিরলেন পাঁচ বছর পর

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১

নতুন প্রজন্মে বাংলাদেশের সংগীতে নতুন ধারার প্রবর্তক হাবিব ওয়াহিদ। এদেশের সংগীতে পাশ্চাত্যের মিশেলে আধুনিক মেলোডির সংমিশ্রণে সুরের নতুন আমেজ এনেছেন তিনি। বাংলাদেশি গানের ভুবনে তার রাজকীয় অভিষেক ঘটে ‘হৃদয়ের কথা’ সিনেমা দিয়ে। রিয়াজ-পূর্ণিমা জুটির সুপারহিট সেই সিনেমাটি নির্মাণ করেছিলেন এস এ হক অলিক।

প্রায় পাঁচ বছর পর আবারও সিনেমার গানে ফিরলেন হাবিব। সেই অলিকের সিনেমা দিয়েই। সরকারি অনুদানে নির্মিতব্য ‘গলুই’ সিনেমার জন্য গান তৈরি করেছেন তিনি। এই তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক অলিক।

‘গলুই যেমন নদীর বুকে/ জলের পথ আকেঁ/ তেমনি আমি পাশে রবো/ তোমার প্রেমের ডাকে’- এমন কথায় গানটি লিখেছেন সোহেল আরমান। এতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও জারিন। সুর সংগীতও সামলেছেন হাবিব নিজে।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে নির্মিত হচ্ছে এটি। ২০২০-২১ মেয়াদে সরকারি অনুদানের এ সিনেমার নির্বাহী প্রযোজক খোরশেদ আলম খসরু। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করবেন নায়ক শাকিব খান ও পূজা চেরী।

আগামীকাল ২৩ সেপ্টেম্বর টাঙ্গাইলে যমুনার চরে শুরু হবে ছবিটির শুটিং। যদিও পরিচালক এর আগে ২০ সেপ্টেম্বর 'গলুই' এর শুটিং শুরুর কথা জানিয়েছিলেন। কিন্তু প্রস্তুতির জন্য তারিখ পেছানো হয়েছে বলে জানান তিনি।

পরিচালক জানান, নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা মিলিয়ে একটা জীবন ধারা। এরমধ্যে রয়েছে প্রেম, টানাপোড়েন, বন্ধন। পুরো সিনেমায় থাকবে এটাই। সেজন্যই ছবির নাম ‘গলুই’।

পরিচালক অলিক আরও একটি খবর দিলেন। ছবিটিতে নতুন করে অভিনেতা আলীরাজ, আজিজুল হাকিম ও সূচরিতাকেও চুক্তিবদ্ধ করা হয়েছে। তারা প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন।

এল/এমএস

আরও পড়ুন