ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আবুধাবির জাদুঘরে জ্যোতির ছবি

প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। শুক্রবার মুক্তি পেয়েছে জ্যোতি অভিনীত নতুন চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের পরিচালনায় নির্মিত হয়েছে ছবিটি। এতে অনিলের বড় বোন ‘অতশী’র চরিত্রে অভিনয় করেছেন তিনি।

jyotika-jyoti-pic

সেখানেই শেষ নয় এবারের সুসংবাদটা একটু ভিন্নতর। জ্যোতিকা জ্যোতিকে মডেল করে আঁকা একটি ছবি স্থান পেয়েছে আবুধাবি ন্যাশনাল মিউজিয়াম জায়েদ বিন সোলতানে। জ্যোতিকে মডেল করে ছবিটি এঁকেছেন বাংলাদেশি বংশোদ্ভুত দুবাই প্রবাসী চিত্রশিল্পী জাহেদুর রহমান রবিন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগরের জাফরপুর গ্রামে রবিনের জন্ম হলেও এখন জীবিকার তাগিদে থাকেন সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাইয়ে।

jyotika-jyoti

এ প্রসঙ্গে রবিন বলেন, ‘একাকীত্ব ভোলার একটা চমৎকার মাধ্যম ছবি আঁকা। যেটি আমার আগামীর স্বপ্নও। আমার সে স্বপ্ন পূরণ হতে চলেছে।’

এমন সুসংবাদে উচ্ছ্বসিত জ্যোতিকা জ্যোতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আনন্দ প্রকাশ করেছেন।  

এসইউ/এমএস

আরও পড়ুন