প্রাণ ফ্রুটোর আয়োজনে সালমান শাহের গান নিয়ে এলেন পড়শী
বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও বেঁচে আছেন কোটি দর্শকের হৃদয়ে। বাংলা সিনেমার এ কিংবদন্তি নায়ককে শ্রদ্ধা জানাতে তার ২৫তম মৃত্যুবার্ষিকীতে নতুন আঙ্গিকে মুক্তি পেলো এক সময়ের তুমুল জনপ্রিয় গান ‘সাথী তুমি আমার জীবনে।’ প্রাণ ফ্রুটোর উদ্যোগে নতুন আবহে এ গানটি গেয়েছেন ও মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। অনুপম মিউজিকের ব্যানারে গানটি মুক্তি পেয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গানটি মুক্তি দেয়া হয়। এসময় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ ফ্রুটোর নির্বাহী পরিচালক আনিসুর রহমান, হেড অব মার্কেটিং তন্ময় দাস, অনুপম মিউজিকের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ও সংগীতশিল্পী পড়শী উপস্থিত ছিলেন।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, ‘বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ। অসংখ্য মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রিয় এ নায়ক। তার মৃত্যুবার্ষিকীতে নতুন কিছু করতে পারা দারুণ একটি সুযোগ। বর্তমান প্রজন্মের কাছে কিংবদন্তি এ নায়ককে তুলে ধরতে প্রাণ ফ্রুটো এ উদ্যোগ নিয়েছে।’
প্রাণ ফ্রুটোর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘ফুড ড্রিংকসের বাজারে শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্রাণ ফ্রুটো। প্রাণ ফ্রুটো সবসময় তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। আশা করছি, নতুন আঙ্গিকে গাওয়া গানটি তরুণ প্রজন্মের কাছে ভালো লাগবে এবং কিংবদন্তি নায়ক সালমান শাহকে তাদের সামনে নিয়ে আসবে। এমন একটি উদ্যোগে অংশ হতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত।’
অনুষ্ঠানে পড়শী বলেন, ‘নায়ক সালমান শাহ আমাদের কাছে একটি সম্পদ। তার প্রত্যেকটি সিনেমা ও গান আমাদের কাছে সম্পদ। বর্তমান সময়ে আমরা যে ট্রেন্ডে গান করছি তা আগামী ১০ বছর পরে মানুষ নাও শুনতে পারে। জেনারেশন থেকে জেনারেশনে আগের গানগুলো যেন নতুনভাবে আসে আমরা তেমনটিই চাই। তাদের গানগুলো নতুনভাবে তুলে ধরা আমাদের কাছে বেশি প্রয়োজন।’
তিনি বলেন, ‘সাথী তুমি আমার জীবনে’ গানটি এমনিতেই জনপ্রিয়। তার ওপর নতুন করে কিছু করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি। আশা করছি গানটি উপভোগ্য হবে এবং সবার ভালো লাগবে।
নতুন আবহে গানটি দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রাণ ফ্রুটোর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পড়শী।
সাথী তুমি আমার জীবনে গানটি সালমান শাহ অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমার। ১৯৯৬ সালে মুক্তি পায় সিনেমাটি। প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের রচনা ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা।
টিটি/ইএ/জিকেএস