ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

টাঙ্গাইলে ঐহিত্যবাহী নৌকাবাইচে ডি এ তায়েবের দল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে। আজ (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার বাসাইলে বাসুলিয়ার চাপড়া বিলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। চাপড়া বিলে প্রতি বছর নিয়মিতভাবে নৌকাবাইচ হয়।

এবার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি সংসদের আয়োজনে এর আয়োজন করা হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে ওই এলাকায়।

টাঙ্গাইলের সন্তান অভিনেতা ও পুলিশ অফিসার ডি এ তায়েব। তিনি এবারের আয়োজনে অংশ নিচ্ছেন। সরেজমিনে পাওয়া গেল তাকে। জাগো নিউজকে ডি এ তায়েব বলেন, ‘আমরা বিভিন্ন সময় ডি এ তায়েব ফাউন্ডেশন থেকে নৌকাবাইচের আয়োজন করি। তার ধারাবাহিকতায় আজ এসেছি। এখানে আমাদের একটি দলও রয়েছে। আশা করছি আমাদের দল প্রথম হবে।’

ডি এ তায়েবের সঙ্গে আছেন অভিনেত্রী আনহা তামান্না। তিনি বলেন, ‘আমরা তায়েব ভাইয়ের সঙ্গে প্রায় ১০-১২ জন এসেছি ঢাকা থেকে। নৌকাবাইচ দেখতে। আমি তায়েব ভাইয়ের কাছে শুনেছি এই নৌকাবাইচ অনেক পুরোনো আর বিশাল আয়োজনের।

নিজ চোখে দেখে অবাক হলাম। বিভিন্ন জেলা থেকে এই নৌকাবাইচে অংশ নিতে দল আসে। হাজার হাজার লোক এসেছে দূর-দূরান্ত থেকে। দারুণ অনুভূতি।’

এমআই/এলএ/এমকেএইচ

আরও পড়ুন