হতাশায় প্রতি রাতে কাঁদতেন ভাবনা
সময়ের আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করে সিনেমায়ও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘ভয়ংকর সুন্দর’ ছবি দিয়ে প্রশংসা পেয়েছেন তিনি।
এরপর নিয়মিত কাজ করেছেন নাটক-টেলিছবিতে। অভিনয়ের বাইরে লেখালেখি কিংবা ছবি আঁকায়ও সময় দেন এ অভিনেত্রী। মাঝে মধ্যে নানা ইস্যুতে মন্তব্য করে ও ছবি পোস্ট করে আলোচনায় থাকেন।
অভিনয় জীবনে নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার (৩১ আগস্ট) ফেসবুকে দুটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাবনা। সেখানে দুঃসহ দিনের বিরূপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
ভাবনা ফেসবুকে লেখেন, ‘আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। অভিনয়, কাজ, পারিপার্শ্বিক নানা বিষয় নিয়ে প্রতি রাতে কাঁদতাম। এই পৃথিবী যখন পাথর মারতে থাকে তখন আপনি বুঝতে পারবেন যে কিছু করার নেই!
এখানে রোজ সবাই সবাইকে লাথি মারছে, ছোট করার চেষ্টা করছে, অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে।’
‘ভয়ংকর সুন্দর’খ্যাত এ অভিনেত্রী আরও লেখেন, ‘অভিনয়কে ভালোবেসে প্রতিদিন ভালো অভিনেত্রী হতে চাই আমি। কিন্তু খুব মনমরা ছিলাম এবং প্রথমবার উপলব্ধি করলাম আমার কোনো শক্তি নেই।
এরপর সৈয়দ জামিল আহমেদের অভিনয়বিষয়ক কর্মশালায় যুক্ত হলাম। আমার জীবনের গৌরবময় ৭টি দিন কাটিয়েছি। আমি নিজেকে নতুন করে ফিরে পেয়েছি, শক্তি পেয়েছি। এখন আমি জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করতে চাই। আজ থেকে আমি আমার জীবন, কাজ নিয়ে আরও বেশি মনোযোগী হবো।’
ফেসবুকে ভাবনা নন্দিত নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সৈয়দ জামিল আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভাবনা লেখেন, ‘আমি কখনো কোনো অভিনয় স্কুল, অভিনয় কর্মশালা, কোনো থিয়েটার ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করিনি। আজ গর্বের সঙ্গে বলছি, জামিল আহমেদ আমার গুরু, আমার প্রথম অভিনয় শিক্ষক। হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’
বর্তমানে ভাবনা দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটক দুটির মধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘হিট’, এটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। অন্যটি অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’। এটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হচ্ছে।
এছাড়া ভাবনা অভিনীত নতুন সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তির অপেক্ষায়। এটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক।
এমআই/এলএ/জিকেএস