ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সাভারে ১০ দিন ব্যাপী সাংসদ নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

সাভারে ১০ দিন ব্যাপী ব্যতিক্রমধর্মী সাংসদ নাট্যোৎসব ২০১৫ শুরু হয়েছে। সোমবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আডিটরিয়ামে নাট্যোৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী । নাট্যোৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

নাট্যোৎসবের উদ্বোধন উপলক্ষে সোমবার বিকেলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় র্যালিতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কণ্ঠ শিল্পী মমতাজ বেগম।

pic
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, যুবলীগের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান তুহিন প্রমুখ ।

আজ পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রি নামের একটি নাটক মঞ্চায়িত হবে। সাংসদ নাট্যোৎসব প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শিত হবে।

আল-মামুন/এসকেডি/আরআইপি