ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিজয় দিবসে আগুনের ফুল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০:০১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ নাটক ‘আগুনের ফুল’ প্রচার হবে বাংলাভিশনে। হায়দার আনোয়ার খান জুনোর গল্প ভাবনায় এর চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম।

শিমূল সরকারের পরিচালনায় নাটকটিতে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের। আর রাজাকারের মেয়ের চরিত্রে দেখা যাবে ফরাহানা মিলিকে।

নাটকে আরো অভিনয় করেছেন আরফান আহমেদ, কচি খন্দকার, শামীমা নাজনীন প্রমুখ।

এর গল্পে দেখা যাবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মানিক নদী সাঁতরে কূলে উঠে একটি বাড়িতে আশ্রয় নেয়। বাড়ির কর্তা গনি মোল্লা বাড়িতে নেই। বউ এবং মেয়ে আয়েশা যুদ্ধাহত মানিককে আশ্রয় দেয়। মা উদ্বিগ্ন হয়ে পড়েন কর্তার বাড়ি ফেরার সময় হল বলে। কর্তা বিষয়টাকে সহজভাবে নেবেন না ভেবে মানিককে গোয়াল ঘরে লুকিয়ে রাখেন।

Aguner Phool
গনি মোল্লা বাড়িতে এসেই তার টনক নড়ে ঘরের মেঝেতে রক্তের দাগ দেখে। রক্তের দাগ অনুসরণ করে গোয়াল ঘরে গিয়ে মানিককে দেখতে পায় সে। মানিককে তালাবদ্ধ ঘরে আটকে রাখে। ছুটে যায় মিলিটারি ডাকতে আর এদিকে মা মেয়ে মিলে তালা ভেঙ্গে মানিককে মুক্ত করে দেয়। গনি মোল্লা মিলিটারি নিয়ে এসে মানিককে পায়না। মিলিটারিরা ফিরে যাবার সময় চোখে পড়ে আয়েশাকে। আয়েশাকে নিয়ে যায় লালসা মিটানোর আশায়। গনি মোল্লার কোনো অনুরোধই কাজে দেয়না।

গনি মোল­া সর্বশেষ ক্যাপ্টেনকে অনুরোধ করে সে যেন কলেমা পড়ে আয়েশাকে বিয়ে করে নেয়। ক্যাপ্টেন লাথি দিয়ে জানায় তার বউ বেলুচিস্তানে অপেক্ষা করছে।

আয়েশাকে নিয়ে যাবার সময় পথে মিলিটারিরা আক্রমণের শিকার হয় মানিক বাহিনীর হাতে।

নাটকটি প্রচার হবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিবাগত রাত ৯টা ৫ মিনিটে।

এলএ