ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার শহিদের নায়িকা ক্যাটরিনা

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

বলিউডে প্রতিনিয়তই জুটি ভাঙছে জুটি গড়ছে। কেউ সফল হচ্ছেন, কেউ আবার মার খেয়ে আলাদা হচ্ছেন। তবে জুটির নায়ক হিসেবে বরাবরই সফল বলিউডের লাভার বয় শহিদ কাপুর।

কারিনা প্রিয়াঙ্কা, বিদ্যা, রানী থেকে শুরু করে হালের আলিয়া ভাট- সবার সাথেই জুটি বেঁধে সফল হয়েছেন শহিদ। সেই সাফল্যে অনুপ্রাণীত হয়ে এবার পরিচালক এনিস বেজমি ক্যাটরিনার সাথে এই নায়কের জুড়ি বানাচ্ছেন।

ওয়েলকাম ব্যাক ছবিটির কাজ শেষ করার পরই এনিস জানিয়ে দিয়েছিলেন আঁখে ছবিটির সিক্যুয়াল তৈরি করবেন তিনি। আর এই ছবিতে তিনি কাস্ট করতে চান শহিদ, ক্যাটরিনা এবং নাওয়াজদ্দিন সিদ্দিকিকে।

২০০২ সালে আঁখে ছবিটির প্রথম সিক্যুয়াল বের হয়। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, অক্ষয়  কুমার, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল এবং সুস্মিতা সেন। সেই তালিকা থেকে এবার কেবল অমিতাভই থাকছেন।

নির্মাতা এও জানালেন শিগগিরই ‘আঁখে ২’ ছবির কাজ তিনি শুরু করতে চান। এরমধ্যে বলিউডে এই ছবি নিয়ে বেশ জল্পনাও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার পালা শাহরুখ-সালমান-আমির-হৃতিক-রণবীরের সাথে সাফল্য পাওয়া ক্যাট শহিদের সাথে পর্দার রসায়ন কতোটা জমিয়ে তুলতে পারেন।  

এলএ