মুক্তির অনুমতি পেল প্রসূন অভিনীত ‘পদ্মাপুরান’
লাক্স তারকা হিসেবে পথচলা শুরু করেছিলেন। এরপর ছোট পর্দায় নিয়মিতই কাজ করেছেন। তবে সম্প্রতি আড়ালে তিনি। সদ্যই বিয়ে করে সংসারী হয়েছেন। কিছুটা গুছিয়ে নিয়ে আবারও শোবিজে ফেরার অপেক্ষায় প্রসূন আজাদ।
এরই মধ্যে পেলেন সুখবর। তার অভিনীত সিনেমা ‘পদ্মপুরাণ’ সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।
এ ছবির নির্মাতা রাশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। এটি পরিচালকের দ্বিতীয় চলচ্চিত্র। সম্প্রতি তা সেন্সর থেকে ছাড়পত্র পেল।
পলাশ এ প্রসঙ্গে বলেন, ‘পদ্মাপুরাণ’ একটা যুদ্ধ ছিলো আমাদের পুরো টিমের জন্য। পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের আকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না এ অসাধ্য সাধন।
পুরো কৃতিত্ব টিমের। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ইনশাল্লাহ একটা ভালো দিন দেখে প্রেক্ষাগৃহেই মুক্তি দিতে চাই ছবিটি।’
পূণ্য ফিল্মসের প্রযোজিত এ সিনেমায় প্রসূন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, জয়রাজ, হেদায়েত নান্নু, সুচনা সিকদার, রেশমী, সাদিয়া তানজিন প্রমুখ।
রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন রায়হান রশিদ জুয়েল, আর্ট ডিরেকশনে সুশান্ত, পোশাক পরিচ্ছদে ওয়াসিফ আহমেদ, হেড অব ক্রিয়েটিভ রয় সন্দীপ মিঠু, সম্পাদনায় আশরাফুল আলম আর সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন জাহিদ নিরব।
এলএ/জিকেএস