ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিজয় দিবসে রিয়াজের নতুন ছবি! (ভিডিও)

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

অসুস্থতা কাটিয়ে চলতি মাসেই মেহের আফরোজ শাওনের ছবি ‌‘কৃষ্ণপক্ষ’র শুটিং করেছেন চিত্রনায়ক রিয়াজ। তবে ছবিটি কবে মুক্তি পাবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তাই রিয়াজকে শিগগিরই বড় পর্দায় দেখা যাবে বলে যারা আশায় বুক বেঁধেছিলেন তারা খানিকটা হতাশ হয়েছিলেন।

তাদের সেই হতাশা দূর করতে রিয়াজ বিজয় দিবসেই হাজির হচ্ছেন রুপালি পর্দায়। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘বিজয়গাঁথা’ নামের ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বিজয় দিবসে থেকে এটি চলবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।

বিজয় দিবসের একদিন আগে ১৫ ডিসেম্বর) ব্লকবাস্টার সিনেমাসেই হবে ‘বিজয়গাথা’র প্রিমিয়ার শো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পরিচালক আজাদ কালাম।

তিনি জানান, ঢুলিডটকম নামে অস্ট্রেলিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান ছবিটি কিনে নিয়েছে। তারাই মুক্তি দিচ্ছে সিনেমা হলে। বিজয় দিবসে শুধু একটি প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে ছবিটি। পর্যায়ক্রমে স্টার সিনেপ্লেক্স, বলাকা-সহ আরও কয়েকটি সিনেমা হলে আসতে পারে।

ছবিটির গল্প শুরু মুক্তিযুদ্ধের তিন মাস আগে থেকে। রিয়াজ এতে কলেজপড়ুয়া, গ্রামের ছেলে। বর্ষা নিক্ষেপে এলাকা জোড়া সুনাম তার। কিন্তু হঠাৎ যুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনী তাকে দেশের পক্ষে কথা বলার অপরাধে কবর খোঁড়ার শাস্তি দেয়। রিয়াজ বাধ্য হয়ে নিজের গ্রামের প্রিয় মানুষগুলোকে নিজের হাতে কবর দেন।

মুক্তিযুদ্ধ নিয়ে ব্যতিক্রমী গল্পের এই ছবিটিতে আরও অভিনয় করেছেন তৃষা, শাকিল আহমেদ, সিদ্দিকুর রহমান, তারেক মাহমুদ প্রমুখ।

চিত্রনাট্য লিখেছেন অশোক বসাক। পার্থ মজুমদার করেছেন আবহসংগীত। গত বছরের নভেম্বরে ‘বিজয়গাথা’র দৃশ্যধারণ হয় মানিকগঞ্জে।

দেখুন ছবিটির ট্রেলার :

এলএ