ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিজয় দিবসে হাজারো শিল্পীর মানব পতাকা

প্রকাশিত: ১১:২৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

মহান বিজয় দিবস উদযাপন করতে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মধ্যে থাকছে হাজারো শিল্পীদের নিয়ে মানব পতাকার আয়োজন। তবে কোনো রেকর্ডের জন্য এই পতাকা আয়োজন নয়। এটি হচ্ছে কেবলই দেশপ্রেমের টানে।

ছায়ানট সূত্রে জানা গেছে, এ আয়োজনে অংশ নিবেন হাজারো শিল্পী ও শিক্ষার্থীরা। বিজয় দিবসে বিকাল সাড়ে তিনটায় পুরো আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

এ উপলক্ষে শুক্রবার ছায়নট ভবনে মহড়া দেখা ও এক সংবাদ সমম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন।

তিনি জানান, এবারে আয়োজনে ছায়ানটের সাড়ে চার হাজার শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরা অংশ নেবে। বিজয় দিবসকে প্রাণবন্ত করে তুলতেই এই মানব পতাকার আয়োজন।

এলএ