ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুক্রবারে জাহিদ-রোমানার শেষ নাটক

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

বেশ কয়েক মাস ধরেই আমেরিকায় আছেন অভিনেত্রী রোমানা। এটিএন বাংলায় প্রতি রোব ও সোমবার প্রচার হওয়া ধারাবাহিক ‘তাহাদের যৌবনকাল’ ছাড়া আর কোথাও দেখা নেই তার।

তবে এই অভিনেত্রীর ভক্তদের জন্য সুখবর হলো আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে রোমানা অভিনীত খন্ড নাটক ‘সরি, একটু দেরী হয়ে গেল’।

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের পরিচালনায় নাটকটিতে রোমানার বিপরীতে অভিনয়ও করেছেন তিনি। এই নাটকটিই জাহিদ হাসান ও রোমানা জুটির শেষ নাটক। এরপর তারা আর কোনো নাটকে অভিনয় করেননি।

নাটকের গল্পে দেখা যাবে দীপ্ত রিকশায় ওঠামাত্রই চাকা পাংচার। দীপ্তর মনে হল সে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা প্রেমিক, যে তার প্রেমিকাকে দেওয়া একটা কথাও রাখতে পারে না। অন্য আর একটা ঠিক করে যাত্রা শুরু করবে তখনই তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়।

আজ প্রেমিকা টুম্পার জন্মদিন। এই দিনে অন্তত সময়মতো পৌঁছাতে না পারলে কেমন হয়! কিন্তু বিপদ যখন আসে চারদিক থেকেই আসে।

যাত্রাপথে নানা ঝামেলা শুরু হল। সিএনজি গ্যাস নিতে সময় লাগালো আধা ঘণ্টা। রেলক্রসিংয়ে আরও আধা ঘণ্টা, ট্রাফিক জ্যাম- সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়ে সে। চোখের সামনে টুম্পার রুদ্রমূর্তি ভাসতে থাকে। রাস্তায় বসেই সে নানান পরিকল্পনা করতে থাকে কীভাবে আজ টুম্পাকে ম্যানেজ করবে। অবশেষে ঠিক করে কোনো অজুহাত নয়, আজ সে নিজের ভুল স্বীকার করে টুম্পাকে সরি বলবে। কিন্তু গিয়ে দেখে টুম্পা নেই।

এলএ