মনোজ-টয়ার জীবনে ‘আগন্তুক’ তারিক আনাম খান?
পথচলার শুরু থেকেই টিভি দর্শককে দেশীয় চ্যানেলে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েছে দীপ্ত টিভি। সেই চ্যালেঞ্জে তাদের সাফল্যটাও বেশ বলার মতোই। মানসম্পন্ন প্রচার আয়োজন দিয়ে খুব অল্প সময়েই দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলটি।
আসছে ঈদকে ঘিরেও দীপ্ত জমকালো আয়োজনে সেজেছে। দেখা যাবে নাটক-সিনেমাসহ নানা রকম অনুষ্ঠান।
তার ভিড়ে ঈদের ৭ম দিন সন্ধ্যা ৭ টায় প্রচার হবে নাটক ‘আগন্তুক’। এখানে জুটি হয়ে অভিনয় করবেন মনোজ প্রামাণিক ও লাক্স তারকা টয়া। তাদের সঙ্গে দেখা যাবে বরেণ্য অভিনেতা তারিক আনাম খানকে।
আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এ নাটকের পরিচালক মোস্তফা মনন। যিনি এরইমধ্যে রুচিশীল গল্পে মানসম্পন্ন নির্মাণ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একজন চিত্রনাট্যকার হিসেবেও তিনি বেশ সমাদৃত। তাই তার নাটকগুলোতে বরাবরই গল্প প্রাধান্য পায়। ‘আগন্তুক’ তার আরও একটি নিদর্শন হতে যাচ্ছে বলে মনে করেন তিনি।
নাটকটি সম্পর্কে বলতে গিয়ে মোস্তফা মনন বলেন, ‘এই নাটকটি করতে শিল্পীদের দমের প্রয়োজন হয়। থিয়েটারের মতো করে ব্লকিং, যথাযথ রিহার্সেল করার পর চার ক্যামেরায় শুটিং এবং অনলাইন এডিটিং করা হয়েছে। দমটা এজন্যই, ঠিক মতো সংলাপ বুঝে মনে রাখা, ব্লকিং মনে রাখা, কখন কোন ক্যামেরায় লুক হবে, তাও মনে রেখে অভিনয় করা। বেশ কঠিন।
‘আগন্তুক’ নির্মাণ করতে গিয়ে পরিচালক হিসেবে মাল্টিক্যামে অভিজ্ঞতা দারুণ।’
গল্পে কে আগন্তুক তা বলতে নারাজ পরিচালক। মনোজ-টয়ার জীবনে তারিক আনাম খান অপ্রত্যাশিত কেউ, নাকি বাবা-কন্যার কোনো গল্পে আগন্তুক হয়ে দেখা দেবেন মনোজ, জবাব মিলবে ঈদের ৭ম দিন সন্ধ্যা ৭টায়, দীপ্ত টিভির পর্দায়।
এলএ/এমকেএইচ