ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঢাকায় সীমানা ছাড়িয়ে কমিকন

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

টিভি মুভিজ এবং কমিক বই প্রেমীদের জন্য মেলার আদলে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী সম্মেলন।  সমগ্র বিশ্বের সুপারহিরো ও ভিলেনদের একই ছাদের নিচে আনবে কমিক কনভেনশন। ঢাকা কমিকন-২০১৫ ইভেন্টটি চতুর্থবারের মতো ১০-১২ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংক্ষেপে কমিকন বা কমিক-কন, অনেকটা মেলার মতো। ব্যাতিক্রম এই আয়োজনে কমিক প্রেমীরা একসঙ্গে জড়ো হবে। হবে কিছু প্রতিযোগিতা। সকলে আনন্দ করে, একে অপরের সঙ্গে পরিচিত হবে।
 
ঢাকা কমিকনের অন্যতম আয়োজক সাদি রহমান ঢাকা কমিকন-২০১৫ সর্ম্পকে জাগো নিউজকে বলেন, ঢাকা কমিকন চতুর্থবারের মতো বিশাল পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের থিম হচ্ছে ‘সীমানা ছাড়িয়ে’। এবারই প্রথম ঢাকা কমিকনে আর্ন্তজাতিক অঙ্গণের বিভিন্ন কসপ্লেয়ার ও ডিস্ট্রিবিউটররা অংশগ্রহণ করবেন যার মধ্য দিয়ে ঢাকা কমিকন-২০১৫ একটি আর্ন্তজাতিক মাত্রা পাবে।

তিনি বলেন, মেলাটি শুধু কমিক প্রেমীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই আয়োজন চিত্রজগতের তারকাদের মিলন মেলায় পরিণত হয়ে থাকে। এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য হল একই বিষয়ে আগ্রহী মানুষদের মধ্যে পরিচয় হওয়া, কিছু আনন্দ পাওয়া।

সাদি বলেন, ঢাকা কমিকন হচ্ছে সমস্ত টিভি, মুভিজ এবং কমিক বই প্রেমীদের জন্য একটি পপ কালচার প্ল্যাটফর্ম যেখানে সমগ্র বিশ্বের সুপারহিরো ও ভিলেনরা একই ছাদের নিচে একত্রিত হয়।

বাংলাদেশে এ ধরনের আয়োজন কল্পনা করা খুব কঠিন। তবে, কিছু মানুষ নতুন কিছু করতে মুখিয়ে থাকেন। সাদি রহমান এবং সৈয়দ আবু ইউসুফ তাদের মধ্যে দুইজন। তারা ২০১০ সালে কমিকন নিয়ে চিন্তা ভাবনা শুরু  করেন। যার ফলশ্রুতিতে বাংলাদেশে প্রথমবারের মত ২০১২ সালে ঢাকা কমিকন অনুষ্ঠিত হয়।

komikon
 জানা গেছে, এ বছরের কমিকনে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক অঙ্গণের অতিথিরা। এবার থাকছে ৮০ হাজার স্কয়ার ফিট জায়গা। যমুনা ফিউচার পার্কের ৬ষ্ঠ তলার প্রধান হল, নর্থ হল, সাউথ হল এবং গ্রাউন্ড ফ্লোরের ৩টি হল জুড়ে এবারের ঢাকা কমিকন-২০১৫ অনুষ্ঠিত হচ্ছে।

এবারের ঢাকা কমিকনে আমাদের দেশীয় কসপ্লেয়ার ও ফ্যানরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক কসপ্লেয়ার, ফ্যান এবং কমিক বই ডিস্ট্রিবিউটরদের সাথে মিলিত হতে পারবেন। ঢাকা কমিকনের কসপ্লেতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক কসপ্লেয়ার নিকোল মেরি জিন।

komikon
এছাড়াও দেশীয় দর্শনার্থী ও কসপ্লেয়াররা ইন্ডিয়ান কমিকনের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি দিল্লি কমিকন, মুম্বাই কমিক এবং ফিল্ম কনভেনশন, ব্যঙ্গালোর কমিকন এবং হায়দ্রাবাদ কমিকনে অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে পারবেন।
 
ঢাকা কমিকন চলাকালীন সময়ে কমিকন প্যানেল নির্ধারিত ব্যান্ড দলগুলোকে ইন্ডাস্ট্রির জনপ্রিয় শিল্পীদের সাথে গান গাইতে দেখা যাবে। এছাড়াও লাইভ পারফরমেন্স এর পাশাপাশি সাইরেন, ইলেক্ট্র্রো, কুইকস্যান্ড ও ওজন এর রেকর্ডিং শোনা যাবে।

সম্মেলনটি বৃহস্পতিবার থেকে শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে। ইভেন্টের টিকেট ভেন্যুর পাশাপাশি বিক্রয় ডট কম থেকেও কেনা যাবে। কমিকনের একদিনের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

একদিনের টিকেটের পাশাপাশি ইভেন্টটিত থাকছে ৫০০ টাকা মূল্যের তিন দিন মেয়াদী বিশেষ পাস।  গ্রাহকদের সুবিধার্থে রয়েছে নির্ধারিত চার্জের বিনিময়ে টিকেট ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা থকবে।

আরএম/এসকেডি/এএইচ/আরআইপি