ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রথমবারের মতো দেশের গান করলেন হৃদয় খান

প্রকাশিত: ০৮:১১ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান। ‌রোমান্টিক-মেলোডি ধাঁচে হৃদয়ের সুর-সংগীত উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় গান। পাশাপাশি প্রেমের গানের গায়ক হিসেবে নিজেও পেয়েছেন আকাশচুম্বি জনপ্রিয়তা।

তবে এবার নিজের ইমেজটাকে খানিকটা বদলে নিতে চাইছেন হালের এই মিউজিক ক্রেজ। তাই প্রথমবারের মতো তৈরি করলেন একটি দেশের গান। নিজে সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।

গেল সোমবার রাতে শিল্পীর নিজস্ব স্টুডিওতেই গানের রেকর্ড সম্পন্ন হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন হৃদয় খান। ‘আমার আছে বায়ান্ন... আমার আছে একাত্তর... আমার আছে বাংলাদেশ/ আমার আছে নবান্ন... আমার আছে মাটির সুর... আমার আছে বাংলাদেশ’- এমন কথায় সাজানো ‘বাংলাদেশ তোমার জন্য’ শিরোনামে গানটির কথা লিখেছেন স্বনাধন্য গীতিকার কবির বকুল।

এই গান নিয়ে হৃদয় খান জাগো নিউজকে বলেন, ‘দেশের গান করা সত্যি অসাধারণ এক অনুভূতি। অন্য রকম একটা আবেগ কাজ করে। আফসোস হচ্ছে কেন এতদিন দেশের গান করিনি!’

তিনি আরো বলেন, ‘কবির বকুল  কথাগুলো লিখেছেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। গাইতে গিয়ে দারুন উপভোগ করেছি। শ্রোতাদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। গানের রেকর্ডিং এরইমধ্যে শেষ হয়েছে। আগামীকাল বুধবার থেকে এর ভিডিও ধারণ করা হবে। সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস থেকে দেশের সব টিভি চ্যানেলে প্রচার হবে ‘বাংলাদেশ তোমার জন্য’ গানটি।’

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই গানের সাথে দূরত্ব চলছিলো তার। হঠাৎ করেই নিজেকে তিনি নভেম্বরের শেষদিকে আলোচনায় নিয়ে আসেন ‘যে ছিলো দৃষ্টির সীমানায়’ শিরোনামের বহুল জনপ্রিয় একটি পুরোনো বাংলা আধুনিক গানের নতুন ফিউশন করে। তার কণ্ঠে ভিন্ন আবহে গানটির জনপ্রিয়তায় নতুন মাত্রায় এসেছে।

এলএ