ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন সভাপতি নায়ক আলমগীর

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৭ জুন ২০২১

দেশের নন্দিত অভিনেতা আলমগীর। চলচ্চিত্রের এই কিংবদন্তিকে এখন আর আগের মতো অভিনয়ে দেখা যায় না। নিজের ব্যবসা ও সংসার নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরে উঠেছেন সুচিকিৎসায়।

এই অভিনেতা এবার দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির। তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী রফিকুল আলম।

শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরী। তার মৃত্যুতে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীরকে সভাপতি এবং কণ্ঠশিল্পী রফিকুল আলমকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যকরী সভাপতি নির্বাচিত মনোনীত করা হয়।

১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বিজ্ঞাপন

এলএ/জিকেএস

আরও পড়ুন

বিজ্ঞাপন