ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বীরাঙ্গনা তিশা!

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের হাতে সর্বস্ব হারান তিশা। খান সেনারা তার উপর চালায় পাশবিক নির্যাতন। তিশার জীবনে নেমে আসে বিভীষিকাময় এক অধ্যায়।

ভিটেমাটি ছেড়ে প্রাণে বেঁচে থাকার জন্য তিশা পালিয়ে বেড়ান। সবকিছু হারিয়েও তিনি চান দেশ হানাদার মুক্ত হোক।

বীরাঙ্গনা নারীর এমনই এক গল্প নিয়ে তাবারুখ হোসেন ভূঁইয়ার রচনায় আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘আধারের ঋণ’ শিরোনামের একটি নাটক। সারদা পুলিশ একাডেমি ও পুঠিয়া রাজবাড়িতে দৃশ্য ধারণ করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘একজন বীরাঙ্গনা তৎকালীন যুদ্ধের সময় যে নির্যাতন আর অত্যাচার সহ্য করেছেন সেই বিষয়টিই ফুটে উঠবে এই নাটকে।’

নাটকে বীরাঙ্গনা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশাকে। এতে রাজাকারের ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। আরো রয়েছেন আহমেদ রুবেল, রামিজ রাজু প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হওয়ার করা চলছে।

এনই/এলএ