ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আড্ডায় আলম খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

এদেশের সংগীতাঙ্গনে তাকে সম্মান করা হয় সুরের জাদুকর বলে। তিনি অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। তার হাত ধরে তারকাখ্যাতি পেয়েছেন অনেকেই। ওরে নীল দরিয়া, হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস, কি জাদু করিলা পিরিতি শিখাইলা’র মতো কালজয়ী গানের সুর নেমেছ তার কণ্ঠ ছুঁয়ে। তিনি আলম খান।

চলতি বছরের ২২ অক্টোবর এই সুরস্রষ্টা ৭১ বছরে পা রেখেছেন। সাধারণত তিনি নিভৃতচারী। খুব একটা প্রকাশ্যে দেখা যায় না তাকে। দেশবরেণ্য এই গুণী মানুষ এবার বৈশাখী টেলিভিশনে হাজির হচ্ছেন আড্ডা দিতে।

বৈশাখীর নিয়মিত আয়োজন ‘শুধুই আড্ডা’। তারকাদের জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে। সেখানেই এবারের অতিথি হিসেবে দেখা যাবে আলম খানকে। তিনি লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধনের সাথে আলাপের ছলে বলবেন নিজের ব্যক্তি ও কর্ম জীবনের নানা কথা।

পলাশ মাহবুবের গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি মঙ্গলবার রাত ৮ টায় প্রচারিত হবে।

প্রসঙ্গত, পপগুরু আজম খানের বড় ভাই আলম খান। দীর্ঘ কর্ম জীবনে তিনি ওরে নীল দরিয়া, হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, ডাক দিয়াছেন দয়াল আমারে, কি জাদু করিলা পিরিতি শিখাইলা, তুমি যেখানে আমি সেখানে, সবাই তো ভালবাসা চায়, ভালবেসে গেলাম শুধু, চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা, আমি একদিন তোমায় না দেখিলে, তেল গেলে ফুরাইয়া, আমি তোমার বধূ তুমি আমার স্বামী, জীবনের গল্প বাকি আছে অল্প, মনে বড় আশা ছিল, সাথীরে যেও না কখনো দূরে, বেলি ফুলের মালা পরে, কাল তো ছিলাম ভাল, চুমকি চলেছে একা পথে, ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া, তুমি কি এখন আমারই কথা ভাবছো, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাইরে ইত্যাদি জনপ্রিয় গানের সুর দিয়েছেন।

এলএ