ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জাহিদ হাসান-ঊর্মিলার গলাবাজি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৯ জুন ২০২১

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। টেলিভিশনে বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে নানা চরিত্রে। এই মুহূর্তে ঈদুল আজহার নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ করেছেন।

এর নাম ‘গলাবাজি’। ঈদের জন্য নির্মিত এ নাটকে ঊর্মিলা অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাইদুর রহমান রাসেল পরিচালিত নাটকটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।

ঊর্মিলা এই নাটক নিয়ে বলেন, ‘অনেকদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। তিনি আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে জুটি হয়ে কাজ করা সবসময়ই উপভোগ করি। পুরো টিম জমিয়ে রাখেন তিনি। এবারের নাটকের গল্পটিও জমজমাট। দর্শক উপভোগ করবেন বলে আশা করছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও আসছে ঈদে বেশ কিছু নাটক টেলিছবিতে দেখা যাবে ঊর্মিলাকে।

এলএ/এমএস

আরও পড়ুন

বিজ্ঞাপন