বাংলাদেশের বর্ণিল বিজয় উৎসব কলকাতায়!
আর ক’দিন পরই ১৬ ডিসেম্বর। দিনটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিজয় দিবস হিসেবে পালিত হয়। দেশটির ইতিহাসে মহান এই দিনটিকে বিশ্ব্যাপি ছড়িয়ে দেয়ার লক্ষে এবার আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিজয় উৎসব ২০১৫।
উৎসবটি ১৫ ডিসেম্বর থেকে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ থেকে এই আয়োজনে অংশগ্রহণ করবেন সংগীতশিল্পী রুনা লায়লা। আরো গাইবেন কোনাল, জনপ্রিয় ব্যান্ড এলআরবি, রেনেসাঁ, লালন শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া, সুফি সংগীত, চট্টগ্রাম।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে সেখানে আরো অংশ নেবেন তিমির নন্দী, শফি মণ্ডল, সুজিত মোস্তফা, নাসিমা শাহিন ফেন্সি, মৌটুসী ও অণিমা রায়।
বিজয় উৎসবের সঙ্গে সঙ্গে আয়োজন করা হয়েছে একটি মেলার। আর এতে থাকছে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল তাঁত শাড়ি, হস্তশিল্প ও বুটিকের প্রদর্শনী।
এছাড়াও থাকবে ঐতিহ্যবাহি কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি ও পিঠাসহ বাংলাদেশি মুখরোচক খাবারের প্রদর্শনী।
এলএ