ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মামলা করে উল্টো জরিমানা গুনলেন জুহি চাওলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৪ জুন ২০২১

ফাইভ-জি টেলিকম নিয়ে আদালতে মামলা করেছিলেন অভিনেত্রী জুহি চাওলা। কিন্তু শুক্রবার জুহির সেই মামলা নাকচ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। উপরন্তু অভিনেত্রীকে ২০ লাখ রুপি জরিমানার নির্দেশ দেয়া হয়েছে।

ফাইভ-জি টেলিকম প্রযুক্তির তেজস্ক্রিয় বিকিরণ ক্ষতি করতে পারে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের। তাই এই প্রযুক্তি আগামী দিনে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র প্রাণীকুল। এই মর্মে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী।

তার সঙ্গে ছিলেন আরও ২ স্বেচ্ছাসেবী, বীরেশ মালিক এবং টিনা বচনি। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক নানা ধরনের তথ্যের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে।

একই সঙ্গে বলা হয়েছে, মামলাটি যারা করেছেন, তারা নিজেরাও বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবগত নন। গত ২ তারিখ ভার্চুয়াল শুনানির জন্য যে লিঙ্কটি জুহিকে দেয়া হয়েছিল, সেটিও তিনি আগে ভাগে গণমাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেছিলেন।

আদালত মনে করছে, পরিবেশ রক্ষার্থে নয়, শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার আশাতেই এই মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী।

এমআরএম/জিকেএস