তারকাদের গোপন প্রেমের গুঞ্জন
একসঙ্গে কাজ করতে গেলে বন্ধুত্ব তৈরি হওয়াটা স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে সেই বন্ধুত্বটা প্রেমেও রূপ নেয়। এটা দোষের কিছু নয়। প্রেম শ্বাশত। কিন্তু সেই প্রেমের সঙ্গে যখন স্বার্থের সংশ্লিষ্টতা জড়িত থাকে সেই প্রেমে জটিলতা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। ঢাকার মিডিয়ায় এমন অনেক প্রেম আছে যেটা স্বার্থসংশ্লিষ্ট। অনেকে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্যের সঙ্গে প্রেম করছেন। রয়েছে এরকম অনেক উদাহরণ। এনিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর।
শাকিব খান। চলচ্চিত্রের এক নাম্বার নায়ক হিসেবে যাকে অনেকে গণ্য করেন। আবার কেউ কেউ তাকে বাংলার কিং খান উপাধিও দিয়েছেন। যদিও এসব বিশেষণের গুরুত্ব কতটা তিনি বহন করতে পারেন সেটা প্রশ্নসাপেক্ষ। শাকিব খানের প্রেম কাহিনী বড়ই রহস্যময়। তার সঙ্গে অনেক নায়িকাই প্রেম করার চেষ্টা করেছেন। করাটাই স্বাভাবিক। কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে তার প্রেমের গুঞ্জনটাই বেশি। তাদের নাকি বিয়েও হয়েছিল। এমন গুঞ্জনও চাউর আছে মিডিয়ায়। যদিও দু’জনের কেউই নিজেদের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। বরাবরই বলেছেন, দু’জনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। এছাড়া অন্য কিছু নয়। কিন্তু একসময় অপুকে নিয়ন্ত্রণ করাসহ তার যাবতীয় দায়িত্ব শাকিবই বহন করতেন- সেটাও ছিল ওপেন সিক্রেট। মাঝে কোনো এক অজানা অভিমানে এ দুই তারকার মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। শাকিব অন্য নায়িকার দিকে ঝুঁকেছিলেন। ইদানীং এ দু’তারকার মধ্যে সম্পর্কটা বেশ উচ্চ। আগের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। ফলে কাছাকাছি থাকার সুযোগটাও তৈরি হয়েছে অনেক বেশি।
চলচ্চিত্রের হাল আমলের ক্রেজ বলে চিত্রনায়িকা মাহিয়া মাহির নাম উল্লেখ করেন অনেকে। এই মাহিকে নায়িকা বানাতে গিয়ে ঘাটের পানি কম ঘোলা করেননি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। কথিত আছে, আজিজের সান্নিধ্যেই নাকি মাহি হালের ক্রেজ। মাহির সঙ্গে আজিজের প্রেমের সম্পর্ক নিয়েও বাজারে জোর গুজব রয়েছে। যদিও আজিজ বিবাহিত এবং সন্তানের জনক। তাদের এই সম্পর্কের কথা কিন্তু দু’জনের কেউই স্বীকার করেন না। বরং আজিজকে মাহি তার শুভাকাক্সক্ষী হিসেবেই বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন।
চিত্রনায়িকা ববির সঙ্গে চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীর প্রেমের সম্পর্কের কথা কারও অজানা নয়। দু’জনে একসঙ্গে থাকেন বলেও গুজব রয়েছে। তারাও নিজেদের সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি। অবশ্য সম্পর্কের ক্ষেত্রে ববি খুবই রহস্যময়। কার সঙ্গে তার সত্যিকারের সম্পর্ক সেটা বোধহয় ইফতেখারও জানেন না।
চিত্রনায়িকা পপির প্রেমের সম্পর্ক নিয়ে কানাঘুষা এক যুগ আগে থেকে শুরু হয়ে এখনও চলছে। একসময় চিত্রনায়ক শাকিল খানের সঙ্গে তার প্রেম ছিল। সেটা বিয়ে পর্যন্তও গড়িয়েছিল। শাকিল খানের স্বীকারোক্তিতে এক যুগ আগে এমন তথ্যই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও শুরু থেকে এখন পর্যন্ত পপি শাকিলের সঙ্গে তার বিয়ের খবর অস্বীকার করে গেছেন। এই সময়ে এসেও পপির সঙ্গে অনেকের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে সুচারু পপি কৌশলে সব গুঞ্জন সামলে নিয়েছেন।
একসময়ের রোমান্টিক নায়িকা শাবনূর প্রেম করেই বিয়ে করেছেন। অবশ্য এই বিয়ের খবর তার গর্ভে সন্তান আসার পর প্রকাশ পেয়েছে। তার স্বামীকে এখনও মিডিয়ার সামনে নিয়ে আসেননি শাবনূর। এরই মধ্যে গুঞ্জনও উঠেছে তাদের মধ্যে নাকি ডিভোর্সের কথাও হচ্ছে। শাবনূর মিডিয়ায় ফিরে আসুক এ বিষয়টি নাকি তার স্বামী চান না। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন কাটিয়ে গেল মাসে সন্তানসহ দেশে ফিরেছেন এই নায়িকা। এসেই ফের চলচ্চিত্রের দিকেই নজর দিয়েছেন। এছাড়া পূর্ণিমা এবং সাহারা প্রেমের পর বিয়ে করে সংসারীও হয়ে গেছেন।
আমেরিকায় বেশ কিছুদিন সময় কাটিয়ে চলতি সপ্তাহে দেশে ফিরেছেন টিভি অভিনেত্রী রিচি সোলায়মান। এসেই গোলাম সোহরাব দোদুলের নাটকের শুটিং করছেন। কিন্তু দেশে ফেরার পর থেকেই মিডিয়ার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে নাকি তার বনিবনা হচ্ছে না। এর কারণও গোপন প্রেম। নির্মাতা গোলাম সোহরাব দোদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলেই গুঞ্জন আছে। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে দোদুলের সাম্প্রতিক কর্মকাণ্ডে। মৌ ও তারিনকে নিয়ে একটি নাটক নির্মাণের কথা থাকলেও সেখানে তারিনকে বাদ দিয়ে রিচিকে নিয়েই নাটকটি নির্মাণ করেছেন দোদুল। শুটিংয়ের মাঝে তাদের একান্তে সময় কাটাতেও দেখেছেন অনেকে।
অভিনেত্রী জাকিয়া বারি মমর সঙ্গে নির্মাতা শিহাব শাহীনের প্রেমের সম্পর্ক রয়েছে- এমন গুঞ্জনও মিডিয়ায় চাউর আছে। কথিত আছে, প্রেমের কারণেই এজাজ মুন্নার সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটেছে মমর। শিহাব শাহীনের সাম্প্রতিক কাজে মমর অত্যধিক উপস্থিতি তাদের মধ্যে গোপন সম্পর্কের প্রমাণ বলেই অনেকের ধারণা।
অপূর্বর সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন প্রভা। কিন্তু সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর ভিডিও ফুটেজ প্রভার বিবাহিত জীবনকে বিষিয়ে তুলেছিল। সেই ঘটনার জের ধরে শেষ পর্যন্ত অপূর্বর সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটে প্রভার। এরপর পারিবারিকভাবে তার আবারও বিয়ে হয়। ইদানীং প্রভার সঙ্গে নাকি আরেক অভিনেতা শ্যামল মাওলার প্রেমের সম্পর্ক আছে বলে গুজব চাউর হয়েছে। যদিও বিষয়টি মিথ্যা এবং ভিত্তিহীন বলে প্রভা দাবি করেছেন। কিন্তু শুটিংয়ের অবসরে তাদের ঘনিষ্ঠ অবস্থায়ও কেউ কেউ আবিষ্কার করেছেন। শ্যামল মাওলা নিজেও বিবাহিত।
মডেল থেকে অভিনেতা, এরপর চিত্রনায়কের তকমা জড়িয়েছেন ইমন। মিডিয়ায় আসার আগেই তিনি বিয়ে করেছেন। তার বাচ্চাও আছে দু’জন। অথচ এই বিয়ে এবং বাচ্চার কথা পুরোটাই অস্বীকার করেন ইমন। নিজেকে অবিবাহিত দাবি করে মিডিয়ায় অনেক নায়িকার সঙ্গেই প্রেম করার চেষ্টা করেছেন তিনি। কথিত আছে, ইচ্ছে করেই অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন তোলেন ইমন। যাতে কেউ তার বিবাহিত জীবন আঁচ না করতে পারেন।
ক্যারিয়ারের শুরুতে নোভার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর সারিকার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। সত্যিকার অর্থে যে প্রেম সেটা সারিকার প্রতিই ছিল নিরবের। কিন্তু সারিকার উচ্ছৃঙ্খলতা নিরবকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সারিকার সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছুদিন নিরব একাকী ছিলেন। এখনও একা রয়েছেন বলে তিনি দাবি করেন। যদিও এরই মধ্যে নুসরাত ফারিয়া, অমৃতা খান নামের নতুন দুই নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন বাজারে চাউর আছে।
টিভি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ও নির্মাতা দীপংকর দীপনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন আছে। এই প্রেমের কারণেই জ্যোতি নাকি তার স্বামীকে ডিভোর্সও দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত দীপন তাকে বিয়ে করেননি। এ নিয়ে জ্যোতির মানসিক অবস্থাও অনেকদিন খারাপ ছিল।
নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে একসময় চুটিয়ে প্রেম করতেন শখ। তাকে ছেড়ে নিলয়কে বিয়ে করেছিলেন এমন কথাও শোনা যায়। ইদানীং একজন জুয়েলারি ব্যবসায়ীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন মিডিয়ায় চাউর হয়েছে।
অভিনেত্রী মৌসুমী নাগ সাঈদ বাবুসহ আরও অনেকের সঙ্গেই প্রেম করার চেষ্টা করেছিলেন। এই প্রেমের জের ধরে অভিনেতা শোয়েবকে বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে। যদিও এ বিয়ের বিষয়টি দু’জনেই অস্বীকার করেছেন। প্রেমের কারণেই আরেক অভিনেতা আনিসুর রহমান মিলনের সংসার ভাঙে। তার সঙ্গেও এক মেয়ের গোপন সম্পর্ক রয়েছে বলে গুজবে প্রকাশ।
কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ইবরার টিপুর সংসার ভাঙছে প্রেমের কারণেই। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শিগগিরই স্ত্রী মিথিলার সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ ঘটবে। গোপন প্রেমের কারণেই সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের সংসার ভাঙে। এ কারণে তিনি জেলও খেটেছেন কয়েকবার। এখনও তার সঙ্গে বেশ কয়েকজন মেয়ের সম্পর্ক রয়েছে বলে বাজারে গুজব আছে।
ভালোবেসে অনন্যাকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আরেফিন রুমি। অনন্যার ঘরে তার তিন বছরের একটি ছেলেও রয়েছে। কিন্তু মাঝপথে এসে তিনি আবারও প্রেমে পড়েন আমেরিকা প্রবাসী কামরুন্নেসার। বিয়েও করেন তাকে। কিন্তু প্রথম স্ত্রীর মামলায় তাকে জেলে যেতে হয়েছে দু’বার। ইদানীং আবারও রুমির প্রেমের কথা শোনা যাচ্ছে। এসএ টিভির উপস্থাপিকা তামান্নার সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে বলে গুজব রটেছে। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, যখন রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসা তার ফেসবুক আইডি থেকে তার নামের পাশ থেকে রুমির নাম বাদ দিয়েছেন।
কণ্ঠশিল্পী কনার সঙ্গে টিভি প্রযোজক তানভীর খানের সম্পর্কের গুজব অনেকদিন মিডিয়ায় চাউর ছিল। যদিও তারা কখনোই এ সম্পর্কের কথা স্বীকার করেননি।
হাল আমলে এসে কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ইমরান নিজের নামের প্রতি অবিচার করা শুরু করে দিয়েছেন। যতটা না তার প্রতিভা সঙ্গীত বিষয়ক তার চেয়ে বেশি প্রেমে। পড়শী ও নওমীর সঙ্গে প্রেম করার চেষ্টা করেছিলেন ইমরান। কিন্তু চতুর পড়শী তার কাজ বুঝে নিয়ে ইমরানের সঙ্গে দূরত্ব তৈরি করে দিয়েছেন। ইদানীং পড়শী আরফিন রুমির সঙ্গেই কাজ করার চেষ্টা করছেন। নওমীকে নিয়েও ইমরানের স্বপ্ন ছিল। কিন্তু সেটাও সফল হয়নি। অবশ্য তাদের মধ্যে কিছুদিনের সম্পর্ক ছিল বলেও ঘনিষ্ঠরা বলেছেন। এছাড়াও নতুন গায়িকাদের প্রতি ইমরানের ঝোঁকটা যেন একটু বেশিই। বিজ্ঞদের মন্তব্য, ইমরান যদি এসব প্রেমের সম্পর্ক ছেড়ে কাজে মনোযোগ দেয় তাহলে ক্যারিয়ার নিয়ে অনেকদূর যেতে পারবেন। নতুবা অচিরেই তার সলিল সমাধি ঘটবে।