ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নারীই পুরুষের অনুপ্রেরণা: অমিতাভ

প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৩ নভেম্বর ২০১৪

নারীরা সবসময়ই আমার কাছে স্পেশাল। একজন বাবার কাছে তাঁর মেয়ের জায়গাটা খুব বিশেষ, সেটা আর কোনও সম্পর্কের সঙ্গে তুলনীয় নয়। আসলে নারীরাই তো পুরুষের মেরুদন্ড। এটা স্বীকার করতেই হবে।

আপাতত সুজিত সরকারের ‘পিকু’র শুটিংয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন। সেখানে দীপিকার বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই প্রসঙ্গেই এরকম একটি মন্তব্য করেছেন অমিতাভ। কলকাতা আন্তর্জাতির চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিনই বক্তৃতা দিতে উঠে একটি মেয়ের লড়াই প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। থমথমে হয়ে যায় গোটা নেতাজী ইন্ডোর। তাড়াতাড়িই অবশ্য নিজেকে সামলে নিয়েছিলেন তিনি।

কিন্তু সে যাই হোক। মেয়েদের সম্পর্কে অমিতাভ বচ্চন-এর সম্মানজনক মন্তব্য যদি দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের সামাজিক অবস্থার বিন্দুমাত্র উন্নতি ঘটায়, তবেই তা সার্থক হবে। কিছুদিন আগেই টুইটারে গ্রামাঞ্চলে নারীদের জন্য পৃথক বাথরুমেরও দাবি জানিয়েছিলেন তিনি।