ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা আবুল হায়াত

প্রকাশিত: ১১:০৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে আবুল হায়াতের ক্যারিয়ারে সাফল্যের কমতি নেই। প্রায় পঁয়তাল্লিশ বছর অভিনয়ের ক্যারিয়ারে নানা বিচিত্রময় চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম তাকে একজন মুক্তিযোদ্ধার ভূমিকায় দেখা যাবে।

নাটকের নাম ‘জয়নুদ্দীনের এক ফালি রুটি’। এটি রচনা ও পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ।

নির্মাতা জানান, ‘একজন প্রকৃত মুক্তিযোদ্ধা যে কখনও হার মানতে শেখেনি এবং অন্যায়ের সাথে আপোষ না করে সংগ্রাম করেন- সেটাই এ নাটকের মূল উপজীব্য। সেইসাথে আরো ফুটে উঠবে তার জীবনের কিছু কষ্টের প্রতিচ্ছবি।’

Abul
জানা যায়, নাটকটিতে আবুল হায়াত ছাড়া আরো অভিনয়শিল্পীরা হলেন কচি খন্দকার, রেইনি হাবিবা প্রমুখ।

‘জয়নুদ্দীনের এক ফালি রুটি’ নাটকটি শুক্রবার, ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

এনই/এলএ