ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ফেলিনি পুরস্কারজয়ী প্রথম ভারতীয় কৌশিক গাঙ্গুলী

প্রকাশিত: ০৯:৩২ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক হিসেবে ইউনেস্কোর ঐতিহ্যবাহী ‘ফেলিনি’ পুরস্কার জিতে নিয়েছেন কৌশিক গাঙ্গুলী। বিখ্যাত ইতালীয় পরিচালক ফেডেরিকো ফেলিনির সম্মানার্থে তার নামানুসারেই প্রদান করা হয় এই পুরস্কার।

চলতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার পেলেন তিনি। গেল
সোমবার উৎসবের শেষ দিনে তার হাতে ফেলিনি পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলার ‘সিঙ্গল স্ক্রিন থিয়েটার’ উপর বানানো তার সিনেমাওয়ালা ছবিটির জন্য এই পুরস্কার পেয়েছেন কৌশিক।

কৌশিক পুরস্কার জেতার বিষয়ে বলেন, ‘প্রথম ভারতীয় পরিচালক হিসেবে বিশ্ব চলচ্চিত্রেরিএরকম গুরুত্বপূর্ণ স্বীকৃতি জেতা খুবই গৌরবের এবং আনন্দের’।

এলএ