ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

যে শহরের আছে ‘কবরী রোড’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫০ এএম, ১৭ এপ্রিল ২০২১

এ শহরের মানুষেরা হয়তো একটু বেশিই রোমান্টিক। রুপালি পর্দায় যাকে দেখে সাদাকালো যুগের তারুণ্য রঙিন ছিল, সে নায়িকা এসেছিলেন এ শহরের একটি বাড়িতে শুটিং করতে। তাই নায়িকার স্মৃতি ধরে রাখতে তার নামেই হয়েছিল সে বাড়ির সামনের রোডের নামকরণ।

স্বীকৃতি নিয়ে তা আজ ‘কবরী রোড’ হয়ে আছে।

চুয়াডাঙ্গা শহরের ‘সেতাব মঞ্জিল’ নামের বাড়িতে ১৯৬৯ সালে শুটিং হয়েছিল ‘কখগঘঙ’ চলচ্চিত্রের। এ বাড়িতেই অবস্থান করতেন অভিনেত্রী কবরী। সেই বাড়ি আর এই রাস্তা এখন এ শহরের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

এ রোডে চলাচলের সময় বয়োজ্যেষ্ঠরা হয়তো মনে মনে রোমান্টিকতায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। মনের পর্দায় ভেসে ওঠে সেই সিনেমায় নায়িকা কবরীর দুষ্টুমির অসাধারণ মিষ্টি দৃশ্য।

খ্যাতিমান পরিচালক নারায়ণ ঘোষ মিতা তৈরি করেছিলেন ‘কখগঘঙ’ চলচ্চিত্র। শুটিং হয়েছিল ১৯৬৯ সালে। ছবিটি ১৯৭০ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পায়। এই চলচ্চিত্রের পুরো দৃশ্য ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা শহরের বিভিন্ন জায়গায় এবং শহরের চিরচেনা ‘কবরী রোডে’।

চুয়াডাঙ্গা শহরের কবরী রোডকে প্রশাসনিক স্বীকৃতিও দিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা।

‘কখগঘঙ’ সিনেমায় জুটি হয়ে দর্শক মাতিয়েছিলেন ঢাকাই সিনেমার কালজয়ী জুটি রাজ্জাক-কবরী। তাদের সঙ্গে আরও ছিলেন আনোয়ার হোসেনসহ অনেকেই।

এলএ/এমআরআর