ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

লোকসংগীত উৎসব নিয়ে মাছরাঙার আয়োজন

প্রকাশিত: ০৮:০৬ এএম, ২৬ নভেম্বর ২০১৫

রাজধানীর আর্মি স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো লোক গানের উৎসব মেরিল নিবেদিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। প্রথম আসর বলেই হয়তো অভিজ্ঞতার অভাবে নানা অব্যবস্থাপনা আর সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে এর আয়োজক স্কয়ার গ্রুপের সান ইভেন্টসকে। তবে দেশ বিদেশের শিল্পীদের মন মাতানো পরিবশেনায় মুগ্ধ হয়েছেন হাজার হাজার শ্রোতা-দর্শক।

যারা নানা কারণে উৎসেব যোগ দিতে পারেননি এবার তাদের জন্য দারুণ এক আয়োজন নিয়ে হাজির দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা। জানা গেছে, লোকসংগীত উৎসবের উল্লেখযোগ্য অংশ নিয়ে মাছরাঙা টেলিভিশন সাজিয়েছে ধারাবাহিক অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস অব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। বিভিন্ন শিল্পীদের পরিবেশনা নিয়ে সাজানো এই অনুষ্ঠান মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেখা যাবে সপ্তাহের প্রতি শনিবার  রাত ১১ টায়।

প্রথম পর্বটি প্রচার হবে আসছে শনিবার, ২৮ নভেম্বর থেকে। প্রথম পর্বে থাকছে ফরিদা পারভীন, সাঁই জহুর, চন্দনা মজুমদার, অর্ক মুখার্জি, কিরণ চন্দ্র রায় ও পাপন অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবেশনা।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া ও সাইফুল ইসলাম।

এলএ