সস্ত্রীক এক কোটির বেশি সম্পত্তি কাঞ্চন মল্লিকের
সস্ত্রীক এক কোটির বেশি সম্পত্তি রয়েছে টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিকের। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করছেন।
এর আগে নির্বাচন কমিশনে হলফনামা জমা দেন এই অভিনেতা। সেখান থেকেই তার সম্পত্তির পরিমাণ জানা যায়।
হলফনামা অনুযায়ী কাঞ্চনের হাতে এখন নগদ ২৬ হাজার ৬৪২ টাকা এবং তার স্ত্রীর হাতে রয়েছে ২ লাখ ১৯ হাজার ৮২৯ টাকা।
এছাড়া এইচডিএফসি ব্যাংকে ২৫ হাজার ২৪৪ টাকা, এসবিআইতে ৫ লাখ ১১ হাজার ৭৪০ টাকার স্থায়ী আমানত রয়েছে তার।
এছাড়া এইচডিএফসির আরও তিনটি অ্যাকাউন্ট এবং এসবিআইয়ের দুটি আলাদা অ্যাকাউন্টে মোট ২ লাখ ৫৩ হাজার ১১৯ টাকা রয়েছে।
অর্থাৎ তার মোট ব্যাংক আমানত ৭ লাখ ৯০ হাজার ১০৫ টাকা এবং তার স্ত্রীর ব্যাংক আমানত ৭ লাখ ২৯ হাজার ১৪২ টাকা।
এছাড়া মিউচুয়াল ফান্ডে কাঞ্চনের কোনো বিনিয়োগ নেই। তবে তার স্ত্রীর ৪০ হাজার টাকার বিনিয়োগ রয়েছে। কাঞ্চনের একটি ৬ লাখ ৬১ হাজার ৩৪৮ টাকার জীবনবীমা রয়েছে।
এ ছাড়া সিইএসসির সিকিউরিটি ডিপোজিট, টিডিএস এবং মেট্রোপলিটন ক্লাবের সিকিউরিটি ডিপোজিট হিসাবে মোট ৪ লাখ ৬৭ হাজার ৭৭৬ টাকা রয়েছে কাঞ্চনের।
২০১৫ সালে একটি টয়োটা ইনোভা গাড়ি কিনেছিলেন কাঞ্চন। যার দাম ১৬ লাখ ৭১ হাজার ১৭২ টাকা।
এছাড়া ১৬ গ্রাম সোনার গয়না রয়েছে কাঞ্চনের। যার বাজার দর ৭৯ হাজার ৪৮০ টাকা। তার স্ত্রীর কাছে রয়েছে ২৬ হাজার ৭৩১ টাকার সাড়ে ৫ গ্রাম সোনার গয়না।
নেতাজী নগরে কাঞ্চনের নামে একটি এক হাজার ৫০ বর্গ ফুটের ফ্ল্যাট রয়েছে। ২০০৫ সালে ৯ লাখ ৬০ হাজার ৫৮৮ টাকা দিয়ে এটি কিনেছিলেন তিনি। বর্তমানে ফ্ল্যাটটির বাজার মূল্য ৫২ লাখ ৫০ হাজার টাকা।
অপরদিকে এসবিআইতে ১ লাখ ৬৯ হাজার ৬২১ টাকার গাড়ি ঋণ রয়েছে কাঞ্চনের। এ ছাড়া ১৭ হাজার ৩৩৫ টাকার অন্য একটি ঋণও রয়েছে।
সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৮ লাখ ২১ হাজার ৩২৩ টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৫২ লাখ ৫০ হাজার টাকার।
আর তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১১ লাখ ৪৭ হাজার ৮৮২ টাকা। তবে স্ত্রীর স্থাবর সম্পত্তির উল্লেখ নেই হলফনামায়।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে লড়বেন কাঞ্চন মল্লিক। হুগলী জেলার উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন টলিউডের এই অভিনেতা।
বর্তমানে তিনি ভোটের প্রচার শুরু করেছেন। উত্তরপাড়ার মুক্তকেশী কালীমন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করেছেন।
জেডএইচ/জেআইএম