ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

যশোরে শুরু হচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব

প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

খুলনা বিভাগের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোরের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপি আয়োজনের অংশ হিসেবে যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দিনব্যাপি আন্তর্জাতিক নাট্যোৎসব।

যশোর টাউন হল ময়দানে শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উদ্বোধনী আয়োজনে থাকবে ভারতের ঝাড়খণ্ডের শিব নৃত্যকলা দলের ছোঁ নৃত্য।

বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু জানান, এছাড়া ৪ ডিসেম্বর পর্যন্ত চলা উৎসবে ঢাকার লোক নাট্যদলের ‘কঞ্জুস’, কলকাতার প্রাচ্য’র ‘টিপুর স্বপ্ন’, বিবর্তন যশোরের ‘রাজা প্রতাপাদিত্য’, ভারতের গোবরডাঙ্গার নকশার ‘বিনোদিনী’, নেপালের কাঠমান্ডুর মান্দালার ‘সারজামিন’, ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘তৃতীয় একজন’, ঢাকার প্রাঙ্গণে মোর’র ‘আওরঙ্গজেব’ এবং ঢাকা আরণ্যক’র ‘ভঙ্গবঙ্গ’ মঞ্চস্থ হবে।

বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন জানান, আগামী ৪ ডিসেম্বর সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া উৎসবের বিভিন্ন দিনে যোগ দেবেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ভারতের চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা সুপ্রিয় দত্ত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানসহ নাট্যব্যক্তিত্ব ও সংস্কৃতিমনা জনপ্রতিনিধিরা।
 
এদিকে এ আয়োজন সফল করতে বুধবার স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় তুলে ধরেন নাট্যোৎসব পর্ষদের সদস্য সচিব ও বিবর্তন সভাপতি সানোয়ার আলম খান দুলু।

এসময় অন্যদের মধ্যে যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, কালেরকণ্ঠের বিশেষ প্রতিনিধি কবি ফখরে আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিমন খাঁন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, সাংস্কৃতিক সংগঠন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, সুরবিতানের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাশু প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ‘সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নাটক’ স্লোগান নিয়ে ধারণ করে ১৯৮৯ সালের ১২ অক্টোবর আত্মপ্রকাশ করে বিবর্তন যশোর। সংগঠনটির এ পর্যন্ত ৭৩টি নাটকের তিন সহস্রাধিক প্রদর্শনী হয়েছে দেশে এবং বিদেশে। এরমধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো যুদ্ধ, ইতিহাসের পাতা, পাইচো চোরের কেচ্ছা, পুরস্কার, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, মহাবিদ্যা, বিসর্জন, মনের আয়না, বিবাহ প্রস্তাব, রাজা প্রতাপাদিত্য, সিসিফাস, কৈবর্ত গাঁথা, হট্টমালার ওপারে ও জন্তু। অংশগ্রহণ করেছে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ৩০টি নাট্যোৎসব এবং শতাধিক পথনাট্যোৎসবে।

মিলন রহমান/এমএএস/পিআর/এল।