নায়িকার আঘাতে রক্তাক্ত শাকিব, বন্ধ শুটিং
পাবনায় চলছে 'অন্তরাত্মা’ সিনেমার শুটিং। এখানে অংশ নিচ্ছেন নায়ক শাকিব খান ও কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক। প্রায় তিন সপ্তাহ ধরে বেশ জমকালো আয়োজনে চলছিল এর দৃশ্যায়ন।
হঠাৎ আজ (৩ এপ্রিল) ঘটে গেল দুর্ঘটনা। নায়িকা দর্শনার নখের আঘাতে আহত পেয়েছেন শাকিব। তার বাম চোখ রক্তাক্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
শুটিং স্পট থেকে একটি সূত্র এ তথ্য জানিয়ে বলছে, আজ একটি গানের দৃশ্যের শুটিং করছিলেন শাকিব ও দর্শনা। এসময় অসাবধানতায় শাকিবের চোখে লেগে যায় দর্শনার নখ। এতে করে শাকিব আঘাত পান।
এ মুহূর্তে বন্ধ রয়েছে শুটিং৷ প্রাথমিক চিকিৎসা শেষে শাকিবের বাম চোখে ব্যান্ডেজ করা হয়েছে।
বর্তমানে পাবনা সদরের রত্নদীপ রিসোর্টে বিশ্রামে রয়েছেন এই চিত্রনায়ক।
সূত্রটির আরও দাবি, মাত্র কয়েকটি দৃশ্য শুট করা বাকি আছে শাকিব খানের। দ্রুত ‘অন্তরাত্মা’ সিনেমার শুট শেষ করে ঢাকায় ফেরার কথা ছিল তার।
সোহানি হোসেনের গল্পে 'অন্তরাত্মা' সিনেমার চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ৷ সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।
এলএ/জিকেএস