ধর্ম পরিবর্তনের চাপে এ আর রহমান!
ভারতে অসহিষ্ণুতা নিয়ে আমির খান সম্প্রতি এক টুইট বার্তায় বলেছিলেন, তার স্ত্রী দেশ ছাড়ার কথা বলেছিলেন। এই তারকার দেশ ছাড়ার বক্তব্যে তোলপাড় চলছে বলিউডে। ব্ক্তব্যের পর অনেক তারকাই আমিরের সমালোচনা করেছেন। আবার তার পাশেও দাঁড়িয়েছেন অনেকে।
এই যেমন অস্কার ও গ্র্যামিজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। তিনি আমিরের ব্ক্তব্যকে সমর্থন দিয়ে বলেন, ‘আমিরের অবস্থাটা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যুক্তি দিয়ে ভাবছেন না। তার মতো পরিস্থিতি আমিও ভোগ করেছি।’
তিনি জানান, কিছুদিন আগে ‘মহম্মদ : মেসেঞ্জার অফ গড’ ছবির সুর দিতে গিয়ে তিনিও ধর্মীয় ভাবাবেগের সম্মুখীন হয়েছিলেন। তখন তার মনোভাবও আমিরের স্ত্রীর মতোই হয়েছিল। সেসময় মুম্বইয়ে বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন তাকে ধর্মান্তরকরণ ও ঘর ওয়াপসির জন্যও চাপ দিয়েছিলো বলে এ আর রহমানের দাবি।
ধর্ম নিয়ে শাহরুখ খান, সালমান খান, আমির খানকে নানাভাবে অপমান করার পর বিশ্ব সংগীতের প্রভাবশালী তারকা এ আর রহমানের উপর ধর্ম পরিবর্তনের চাপ প্রয়োগের খবরে নতুন করে সমালোচনার মুখে পড়েছে বিজেপির নরেন্দ্র মোদির সরকার। কারণ, এই দলটি ক্ষমতায় এলেই ভারতজুড়ে উগ্রপন্থি হিন্দু ধর্মীয় সংগঠনগুলোর তৎপরতা বৃদ্ধি পায়। নানাভাবে সংগঠনগুলো ভিন্ন ধর্মের লোকদের হয়রানি করে।
এদিকে আমিরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি পন্থি অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। অক্ষয় কুমারের স্ত্রী নিজের এক টুইট বার্তায় আমিরকে ইঙ্গিত করে বলেন, ‘নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়াতেই অনেকের আপত্তি রয়েছে। তার সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত চলছে। ভেবে অবাক লাগছে যখন মুম্বইয়ে বিস্ফোরণ ঘটেছিল, ২৬/১১-র ঘটনা ঘটেছিল, তখন কেন বিতর্ক হয়নি?’
তিনি আমিরকে দেশের জন্য কী করেছেন এই প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ নয়, সেটা সামনে বললেই তো হয়। এভাবে দেশের সম্মান নষ্ট করার দরকার আছে কি? দেশ তোমার জন্য কি করেছে না ভেবে, বরং ভাব তুমি দেশকে কী দিয়েছ?’
এলএ