ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গানওয়ালা কবীর সুমনের জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৬ মার্চ ২০২১

প্রেম চাই- আছে তার গান। ক্লান্তি মুছিয়ে দিতে কাউকে চাওয়ার আহ্বান- আছে তার গান। অন্যায়ের প্রতিবাদ করা চাই- সেখানেও তার গানের দুর্দান্ত মুখরতা। তিনি এমনই; সবখানেই তাকে পাওয়া যায় গানে গানে। সেজন্যই সময়-কাল জয় করে অমরত্বের প্রত্যাশা না করেও অমরত্বের পথিক আজ কবীর সুমন।

অসম্ভব প্রিয় এক নাম- কবীর সুমন! এপার-ওপার দুই বাংলাতেই তিনি জয় করেছেন কয়েক প্রজন্মের শ্রোতার অন্তর। নিজেকে ক্ষ্যাপা বুড়ো বলে আখ্যায়িত করেই যেন
শ্রোতাদের আরো বেশি করে কাছের হয়ে গেলেন তিনি।

আজ এই কিংবদন্তির জন্মদিন। সুখে-দুঃখে, আনন্দ-বেদনার দিন যাপনের স্রোতে জীবনের ৭২টি বসন্ত দেখা হয়ে গেল তার। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন কবীর সুমন।

তার অনেক পরিচয়। একজন বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সাবেক সংসদ সদস্য।

আরো একটি পরিচয় দিতে তিনি ভালোবাসেন। সেটি হলো ‘যোদ্ধা’। এই যুদ্ধ তার শ্রেণি বৈষম্যের বিরুদ্ধে, এই যুদ্ধ তার অপসংস্কৃতির বিরুদ্ধে, এই যুদ্ধ তার শুদ্ধ গানের চর্চায়, এই যুদ্ধ মানুষের মনুষত্ব নিয়ে টিকে থাকার আহ্বানে।

কবীর সুমন ১৯৪৯ সালের ১৬ মার্চ ভারতের উড়িষ্যায় জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। তার পিতা সুধিন্দ্রনাথ এবং মাতা উমা চট্রোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছেন কবীর সুমন।

সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। সুমন যে আলাদা, সেটি বুঝতে সংগীত-বোদ্ধা হতে হয় না। সাধারণত নিজের গান নিজেই লিখেন, নিজেই সুর করেন। শিল্পী জীবনের প্রথম পর্যায়ে সুমন ‘নাগরিক’ নামের কলকাতার একটি ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে সুমন নিজেই একটা ব্যান্ড খুলেন, নাম দিলেন ‘সুমন দ্যা ওয়ান ম্যান ব্যান্ড’।

তিনিই সে ব্যান্ডের একজন এবং একমাত্র সদস্য। তার কনসার্টে অন্য কোন যন্ত্রশিল্পীর প্রয়োজন দরকার হয় না। একই সাথে গিটার, হারমোনিকা, কিবোর্ড বাজিয়ে নিজেই নিজের গান করেন।

সুমন মূলত ভক্তদের কাছে পৌঁছাতে পেরেছেন তার জীবনমুখী গানের জন্যই। কোনো ইন্সট্রুমেন্টের বাড়াবাড়ি বা প্রযুক্তির কারসাজি নেই তার গানে। অসম্ভব সুন্দর গানের কথা, প্রত্যেকটা গানই শ্রোতাকে তার বিস্ময়ের সাগরে ভাসিয়ে নিয়ে যায়। সুমন নিজেই একবার বলেছিলেন, ‘গান লেখার জন্য কল্পনা করার প্রয়োজন নেই, তোমার আশে পাশের পরিবেশ নিয়েই গান ধরো। আত্ম শুদ্ধির স্বাদ পাবে।’ এই জন্যই হয়তো সুমনকে বলা হয়ে থাকে নাগরিক কবিয়াল।

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয় ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী।

প্রথম জীবনে রেডিও জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন ডয়েচ ভেলে। কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিওতে। কেরানি ছিলেন ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে। বন্ধু অঞ্জন দত্তের অনুরোধে অভিনয় করেছেন ‘রঞ্জনা আমি আর আসবো না’ সহ কিছু ভারতীয় বাংলা সিনেমাতেও। সৃজিতের ‘জাতিস্মর’ ছবিতেও মিলেছে সুমনের উপস্থিতি। বহুদিন পর সেই সিনেমায় সুর-সংগীত করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বাংলাদেশের প্রতি সুমনের প্রাণের টান বরাবরই রোমান্সে ভরপুর। তিনি বাঙালি নারীর প্রেমে পড়ে তার টানে ধর্ম-জাত ছেড়েছেন। সেই সংসার ভেঙে গেলেও সাবিনা ইয়াসমিনের প্রতি শ্রদ্ধা কমেনি একচুল। ফিকে হয়ে যায়নি কখনো বাংলাদেশের প্রতি ভালোবাসা।

২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ফেলানী-হত্যার বিচার, রাজাকার বিরোধী আন্দোলনের সময় খুন হওয়া ব্লগার রাজীব হত্যার বিচার, নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাকে নিয়ে গান করাসহ বাংলাদেশের বহু প্রসঙ্গ নিয়েই সুমন গান করেছেন। করে যাচ্ছেন এখনো।

যেখানে অন্যায়, সেখানেই সুমনের প্রতিবাদ। রাজনীতিতে নাকি দলই সবার ওপরে। কিন্তু নিজের দলকেও সুমন রেহাই দেননি। মানুষ হিসেবে তিনি আগাগোড়া অসাম্প্রদায়িক। লালন সাঁই তার আত্মার মন্দিরে থাকেন।

তিনি ভিষণ রকমের ভক্ত বাংলাদেশের কবি-সাহিত্যিকদেরও। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর প্রতি তার বিশেষ অনুরাগের কথা অজানা নয় কারো। সম্প্রতি তিনি গান লিখে দিয়ে স্নেহধন্য করেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবরকে। তার লেখা ও সুরে বেশ কিছু গান করে অন্যরকম শ্রোতাপ্রিয়তা পেয়েছেন আসিফ।

জীবনের পড়ন্ত এ বেলায় গানকেই আঁকড়ে আছেন কবীর সুমন। এখনো গানের সঙ্গেই কেটে যায় দিনগুলো তার। কবীর সুমন গান নিয়েই বেঁচে থাকুন। এই গানটুকুই তো তাকে সবার থেকে মহান করেছে, নন্দিত করেছে।

শুভ জন্মদিন গানওয়ালা.......

এলএ/এমএস

আরও পড়ুন