ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাপলা মিডিয়ার ১০০টি সিনেমা পরিচালনা করবেন যারা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

‘ঘুমিয়ে পড়া বিএফডিসি এবার জেগে উঠবে / চলচ্চিত্রের সবার মুখে আবার হাসি ফুটবে’-স্লোগান নিয়ে ঐতিহাসিক এক মিশন শুরু করেছে শাপলা মিডিয়া। নানা সংকটে ধুঁকতে থাকা ঢালিউডকে চাঙ্গা করতে একসঙ্গে ১০০ সিনেমার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এফডিসিতে বিশাল আয়োজনের মহরত অনুষ্ঠানে কেক কেটে ১০০ সিনেমার ঘোষণা দেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাইমন, কেয়া, নিরব, আরজু, মিষ্টি জান্নাতসহ ঢালিউডের অনেক তারকা। উপস্থিত ছিলেন নানা প্রজন্মের চলচ্চিত্র পরিচালকগণও।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে ১০০ জন পরিচালককে বাছাই করা হয়। তারা সবাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য।

প্রথম ৩০ সিনেমার পরিচালক হিসেবে লটারি জিতেছেন শফিকুল ইসলাম খান, এম ডি মোতালেব, জসিম উদ্দিন জাকির, মোস্তাফিজুর রহমান বাবু, জাফর আল মামুন, হেদায়েদ উল্লা, রেজা হাসমত, নাসির উদ্দিন, খন্দকার মোস্তাহিদুল আলম লিটন, জেসমিন আক্তার নদী, সেলিম আজম, সৈয়দ মাসুম, বি এইচ বাদল খান, আব্দুর রহিম বাবু, জুলহাস চৌধুরী পলাশ, মিজানুর রহমান লাভু, নজরুল ইসলাম বাবু, মির্জা শাখাওয়াত হোসেন, ওয়াজেদ আলী বাবুলু, এখলাস আবেদীন, মোখলেছুর রহমান গোলাপ, আলীম রেজা রহিম, মামুন মোশেদ মিঠু, মোঃ রুহুল আমিন, আলী আজাদ, আকাশ আচার্য, এম এ আউয়াল, সুমন ধর, রাজু চৌধুরী, সত্য রঞ্জন রোমান্স।

এছাড়াও বাকি ৭০টি সিনেমার জন্য লটারিতে নাম উঠেছে বি এইচ নিশান, এম এ মালেক বিশ্বাস, চন্দন চৌধুরী, শাহ আলম মন্ডল, মোসাম্মদ মাসুমা রহমান তানি, তারেক সিকদার, শাহীন মাহমুদ, শেখ সুলতান, মনির হোসেন, মনির হোসেন মিঠু, সৈয়দ মোখলেছুর রহমান, বন্দন বিশ্বাস, নাজির উদ্দিন রিজভী, রমজান আলী খান, এম এ রহিম, আবুল হোসেন খোকন, এফ আই মানিক, জুয়েল ফার্সি, দেবাশীষ বিশ্বাস, গাজী মাহাবুব, রফিক শিকদার, রায়হান মজিব, মনতাজুর রহমান আকবর, সরোয়ার হোসেন, সাইফুর রহমান, শামীমুল ইসলাম শামীম, পলাশ পারভেজ, ডা বুলবুল, ওয়াহিদুর রহমান, জেমস কাজল, আসলাম পারভেজ, রকিবুল আলম রকিব, মৃদুল, আহমেদ দিশারী, মীর আব্দুর রাজ্জাক, উত্তম আকাশ, বাবুল রেজা, রিয়াজুল মাওলা রিজু, আব্দুল মাননা, শাহ আালম সংগ্রাম, নুর মো. মনি, এস এম বাবুল, এ কে এম ফিরোজ বাবু, কালাম কায়সার, এস আর রেজা, ইদ্রিস হায়দর, ইয়াসির আরাফাত জুয়েল, মকবুল হোসেন, সাজিদুর রহমান সাজু, আনোয়ার সিকদার, সৈয়দ সামসুল আলম, আনোয়ার সিরাজী, আবু সাঈদ খান, ইকবাল হোসেন হারুন, শেখ শামীম, মিজানুর রহমান শামীম, নুরন নাজাত, সফিক হাসান, এফ জাহাঙ্গীর, হানিফ হাওলাদার রেজা মিলন, বাবু রাজ খান, কমল সরকার, এ জে রানা, বোরহান উদ্দিন, জিল্লুর রজমান ময়না, এ আর মুকুল নেত্রবাদী, মিজানুর রহমান মিজান, মনিরুল ইসলাম সোহেল, ফিরোজ খান প্রিন্স, সাইমন তারেকের।

১০০ সিনেমার সমন্বয়ক হিসেবে যুক্ত রয়েছেন চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন ও অপূর্ব রানা। শাহীন সুমন জানিয়েছেন, প্রথম কিস্তিতে ৩০টি সিনেমার জন্য চূড়ান্ত পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে শাপলা মিডিয়ার। তাদের সাইনিং মানিও দেয়া হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি ১০টি সিনেমার শুটিং শুরু হবে কক্সবাজারে। বাকি ২০টির শুটিং শুরু হবে মার্চে।

আগামী মার্চ মাসে আরও ৩০ জনকে চুক্তিবদ্ধ করে শুটিংয়ের জন্য পাঠানো হবে। বাকি ৪০ জনকে চুক্তিবদ্ধ করা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে।

শুধু এবারই নয়, প্রতি বছর ১০০টি সিনেমা নির্মাণের চেষ্টা করবে শাপলা মিডিয়া- নিশ্চিত করলেন প্রযোজক সেলিম খান।

এলএ/এএসএম

আরও পড়ুন