ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এপ্রিলেই শেষ হবে ১০০ সিনেমার নির্মাণ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:২০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

ঢালিউডকে বদলে দিতে একসঙ্গে ১০০ সিনেমার ঘোষণা এসেছে। দেশের চলচ্চিত্র শিল্প যখন নানা সংকটে ধুঁকছে তখন শাপলা মিডিয়ার এই ঐতিহাসিক ঘোষণাটিকে দেখা হচ্ছে আশির্বাদ হিসেবে। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান এটিকে ‘সিনেমা বাঁচানোর আন্দোলন’ বলেও দাবি করেছেন।

গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এফডিসিতে বিশাল আয়োজনের মহরত অনুষ্ঠানে কেক কেটে ১০০ সিনেমার ঘোষণা দেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাইমন, কেয়া, নিরব, আরজু, মিষ্টি জান্নাতসহ ঢালিউডের অনেক তারকা। উপস্থিত ছিলেন নানা প্রজন্মের চলচ্চিত্র পরিচালকগণও।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে ১০০ জন পরিচালককে বাছাই করা হয়। তারা সবাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য।

১০০ সিনেমার সমন্বয়ক হিসেবে যুক্ত রয়েছেন চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন ও অপূর্ব রানা। এ প্রসঙ্গে শাহীন সুমন বলেন, ‘এই ১০০ সিনেমা নির্মাণ করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্মাতারা। আমরা মনে করি, পরিচালক সমিতির সকল নির্মাতাই দক্ষ। তাই এগুলো নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে। এরমধ্যে ৮০টির মতো সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে।

আর গতকালই আমরা প্রথম কিস্তিতে ৩০টি সিনেমার জন্য চূড়ান্ত পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছি। তাদের সাইনিং মানিও দেয়া হয়েছে। আগামী মার্চ মাসে আরও ৩০ জনকে চুক্তিবদ্ধ করে শুটিংয়ের জন্য পাঠানো হবে। বাকি ৪০ জনকে চুক্তিবদ্ধ করা হবে এপ্রিলের প্রথম সপ্তাহেই।’

তিনি যোগ করেন, ‘এপ্রিল মাসের মধ্যেই ১০০টি সিনেমার নির্মাণ শেষ করা হবে।’

‘আগামী ২২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৩০টি থেকে ১০টি সিনেমার শুটিং শুরু হবে কক্সবাজারে। বাকি ২০টির শুটিং শুরু হবে মার্চে। আপাতত ১০টি সিনেমার গল্প, পরিচালক ও শিল্পী সবই প্রস্তুত আছে। একটানা কাজ শেষ হবে ছবিগুলোর। মার্চের প্রথমদিকে এ ১০টি ছবির শুটিং শেষ করে সেন্সরে জমা দেয়া হবে। ছাড়পত্র পাওয়ার পর সিনেমাগুলো প্রেক্ষাগৃহ, ইউটিউব ও টেলিভিশনে মুক্তি পাবে’- বলেন শাহীন সুমন।

এ প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘আমরা ১০০টি সিনেমা নির্মাণ করার বিশাল একটি পরিকল্পনা হাতে নিয়েছি। ‘ঘুমিয়ে পড়া বিএফডিসি এবার জেগে উঠবে / চলচ্চিত্রের সবার মুখে আবার হাসি ফুটবে’-স্লোগান নিয়ে এই ঐতিহাসিক মিশন শুরু করেছি আমরা। সবার সহযোগিতা চাই।’

শুধু এবারই নয়, প্রতি বছর ১০০টি সিনেমা নির্মাণের চেষ্টা করবে শাপলা মিডিয়া- নিশ্চিত করলেন প্রযোজক সেলিম খান।

এলএ/এমকেএইচ

আরও পড়ুন