ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নতুন সম্মাননা পাচ্ছেন স্টিভেন স্পিলবার্গ

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৮ নভেম্বর ২০১৫

বিশ্ব বরেণ্য মার্কিন চলচ্চিত্র পরিচালক স্টিভেন অ্যালান স্পিলবার্গ। ক্যারিয়ার জুড়ে তিনি জয় করেছেন একাডেমি পুরস্কারসহ নানা স্বীকৃতি ও সম্মাননা। তিনবার একাডেমি বিজয়ী এ পরিচালকের অর্জনে এবার যোগ হতে যাচ্ছে আরো এক নতুন সম্মাননা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেতে যাচ্ছেন স্পিলবার্গ। ২৪ নভেম্বর হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ‘প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম’ তুলে দিবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি ছাড়াও এদিন এই সম্মাননা পাবেন সংগীতশিল্পী বারবারা স্ট্রেইস্যান্ড, গ্লোরিয়া ইস্তেফান, জেমস টেইলর এবং স্টিফেন সন্ডহেইম, বনি ক্যারল, এমিলিও ইস্তেফান, লী হ্যামিলটন, ক্যাথরিন জি. জনসন, উইলি মেসসহ আরও অনেকে।

নির্মাতা স্টিভেন অ্যালান স্পিলবার্গ ১৯৪৬ সালে জন্মগ্রহন করেন। চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অগণিত চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে জনপ্রিয় নির্মাতা হিসেবে সেরার আসনটিও দখলে রেখেছেন। ১৯৭০, ১৯৮০ এবং ১৯৯০-এর দশকের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী তিনটি চলচ্চিত্রেরই নির্মাতা তিনি। এই চলচ্চিত্র তিনটি হল জস, ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল এবং জুরাসিক পার্ক।

২০০৬ সালে প্রিমিয়ার নামক চলচ্চিত্র সাময়িকী তাকে চলচ্চিত্রে শিল্পের সবচেয়ে ক্ষমতাধর এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছে। টাইম সাময়িকী তাকে শতাব্দীর সেরা ১০০ ব্যক্তিত্বের তালিকায় তার নাম সংযুক্ত করেছে। লাইফ সাময়িকীর ভাষ্য অনুসারে বিংশ শতাব্দীর শেষে তিনি নিজ প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব।

এলএ/পিআর