ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার চলচ্চিত্র থেকে অব্যাহতি নিলেন তন্ময় তানসেন!

প্রকাশিত: ১১:২৬ এএম, ১৫ নভেম্বর ২০১৫

প্রায় দশ বছর আগে সংগীতকে এক প্রকার বিদায় জানিয়েছিলেন তিনি। তখন সবাই ভাইকিংস ব্যান্ডের ভোকাল হিসেবেই চিনতো আজকের চলচ্চিত্র নির্মাতা তন্ময় তানসেনকে।

গান থেকে দূরে সরে গেলেও শিল্পচর্চা থেকে সরেননি। প্রথমে টিভি পর্দায় নির্মাতা হিসেবে জায়গা করে নিয়েছেন, তারপর এসেছেন চলচ্চিত্রে। তার নির্মিত দুটি চলচ্চিত্রই মুক্তি পেয়েছে চলতি বছরে। প্রথমটি ‘পদ্ম পাতার জল’ আর দ্বিতীয়টি ‘রান আউট’। তার ছবিগুলো নিয়ে নানা রকম সমালোচনা হলেও ভিন্ন চিন্তা ও পরিচ্ছন্ন নির্মাণের মুন্সিয়ানায় আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু এর মাঝেই হঠাৎ করে চলচ্চিত্র নির্মাণ থেকে অব্যাহতির ঘোষনা দিলেন এই নির্মাতা।

নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে রোববার তন্ময় লিখেছেন, ‘আমি অব্যাহতি নিলাম। কারণ ব্যক্তিগত এবং সুনির্দিষ্ট। আমার ভুলে ভরা সৃষ্টি যারা মেনে নিয়ে ভালোবেসেছেন, পাশে থেকেছেন, আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন আগামীর, তাদের কাছে আমি কৃতজ্ঞ এটা ভেবে যে আমাকে নিয়েও স্বপ্ন দেখা যায়। জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে আপনাদের কথা। ক্ষমা করে দেবেন আমাকে।’

তবে কেন এই অব্যাহতি? তা স্পষ্ট করে জানাননি তন্ময় তানসেন। এমনকি এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য তার মুঠোফোনে কয়েক দফায় যোগাযোগ করা হলেও কোনো সাড়া মিলেনি।

এদিকে সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য তন্ময়ের স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করলেও তিনি কারও প্রশ্নের উত্তর দেননি।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া রান আউট ছবির পোস্টারে ‘১৮+’ প্রতীক ব্যবহার করে তুমুল সমােলোচনার শিকার হয়েছেন এই পরিচালক।

এলএ/আরআইপি