ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কঙ্গনার টুইট ‘আমাকে হিংসা করবেন না’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:২১ এএম, ০৭ জানুয়ারি ২০২১

সিনেমা থেকে রাজনীতি সব বিষয়েই মন্তব্য করতে দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে। এক্ষেত্রে তিনি অনেকবার বিতর্কেও জড়িয়েছেন। তারপরও নানা বিষয়ে বারবার সরব হয়েছেন এই অভিনেত্রী। বুধবার (৬ জানুয়ারি) তেমনই একটি টুইট করেন কঙ্গনা। সেখানে নিজের দক্ষতার কথা তুলে ধরে সমালোচকদের আলাদা মেসেজ দেয়ার চেষ্টা করেছেন।

টুইটে কঙ্গনা বলেন, ‘সব বিষয়ে আমার তর্ক করার ক্ষমতাকে অনেকেই হিংসা করেন। যেভাবে আমি বিরোধী পক্ষের মনের খোলসটাকে টেনে বের করে দিই, যেভাবে এক্স-রের মতো কোনো বিষয়কে ভেদ করে তার নিখুঁত বিশ্লেষণ করি, তা অনেকেই মেনে নিতে পারেন না।’ সেই সব ব্যক্তিদের উদ্দেশ করে তার মন্তব্য, আমাকে হিংসা করবেন না। বরং নিজের বুদ্ধিকে আরও ক্ষুরধার করে তোলার চেষ্টা করুন। চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলোতে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করুন।’

jagonews24

কঙ্গনা রানাওয়াতের এই টুইটের প্রসঙ্গ তুলে পাল্টা টুইট করে তাকে কটাক্ষ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুধু কটাক্ষই করেছেন তাই না, কঙ্গনার সেই টুইট যে দিনশেষে একটা ‘হাসির খোরাক’ হয়ে উঠেছে সে মন্তব্যও করেছেন মহুয়া।

পাল্টা টুইট করে তৃণমূলের এই সাংসদ বলেন, ‘আর নিতে পারছি না, দিনশেষে হাসির ভাল একটা খোরাক পাওয়া গেল।’

এআরএ/এমকেএইচ