ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রাবেয়া খাতুনকে বিদায় বলতে পারলেন না তার প্রিয় নায়ক রিয়াজ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২১

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন গতকাল রোববার (৩ জানুয়ারি)। সেদিন বিকেল ৫টার দিকে বনানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাবেয়া খাতুন বেশ কিছুদিন বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে শোকাহত দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গন। অনেকেই রাবেয়া খাতুনকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। সেই তালিকায় আছেন নন্দিত অভিনেতা রিয়াজও।

তিনি রাবেয়া খাতুনের দুটি উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমায় কাজ করেছেন। তার একটি মেঘের পর মেঘ, অন্যটির নাম মধুমতি। তারমধ্যে মেঘের পর মেঘ সিনেমাটি দর্শক প্রশংসিত। এ ছবিতে কাজ করে নায়ক রিয়াজ নিজেও মুগ্ধ। সেই মুগ্ধতা প্রকাশ হয়েছে বহুবার, বহু সাক্ষাৎকারে।

ব্যক্তিগতভাবে রাবেয়া খাতুনকে আন্টি বলে ডাকলেও দুজনের মধ্যে সম্পর্কটা ছিলো মা-পুত্রের মতোই। রিয়াজকে প্রিয় নায়ক আখ্যা দিয়ে একটি বইয়ে অটোগ্রাফ দিয়েছেন। একটি বই তাকে উৎসর্গও করেছেন। আবার নিজের লেখা ৭টি উপন্যাসের সমগ্রের প্রচ্ছদে তিনি ব্যবহার করেছেন তারই উপন্যাস অবলম্বনে নির্মিত মেঘের পর মেঘ সিনেমার মাজেদ চরিত্রের রিয়াজের মুখ।

সেই সম্পর্কের আবেগ ঝরে পড়লো রাবেয়া খাতুন স্মরণে রিয়াজের স্ট্যাটাসে। তিনি সেখানে লিখেছেন, সবাইকে বিদায় জানানো যায় না। রাবেয়া আন্টি আপনাকে বিদায় বলতে পারব না। আপনি থাকবেন অন্তরে, আপনার মমতাময় হাতের স্পর্শ থাকবে আজীবন অনুভবে...'

রিয়াজ আরও লিখেছেন, আর কেউ কখনো শুটিং স্পট গিয়ে মেঘের পর মেঘ উপন্যাসের মাজিদ কে খুজবেনা। সালাম করলে পরম মমতায় মাথায় হাত রাখবে না। স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমী পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত কোনো মহীয়সী মমতাময়ী মা, আমার মতো অভাজনকে আর বই উৎসর্গ করবে না। প্রচ্ছদে আমার ছবি দিয়ে বলবে না, এটা রিয়াজ না- এটা মাজেদ।'

এলএ/এমএস

আরও পড়ুন