ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সড়ক দুর্ঘটনায় সহকারী পরিচালক অনিকের মৃত্যু

প্রকাশিত: ১২:০২ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল’ ছবির সহকারি পরিচালক অনিক। ইন্নালিল্লাহি...রাজিউন...

জানা গেছে, ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বনানী-রেডিসন রোডে একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। মাথা ফেটে সেখানেই পড়ে যান অনিক। চলতি পথে চ্যানেল আইয়ের সাংবাদিক রিজভী নেওয়াজ তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কুর্মিটোলা মেডিকেল হাসপাতালে যান। সেখানে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার জন্যে বলে। ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অনিকের এই অকাল প্রয়াণে পরিচালক সাইফ চন্দন, আইরিন, আরজুসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই অনিকের জন্য শোক প্রকাশ করেছেন।

সাইফ চন্দন ফেসবুকে শোকবার্তায় বলেন, ‘অনিক আমার সহকারী না- সে আমার খুব কাছের প্রিয় ছোট ভাই। আমার সকল পরিকল্পনার অংশীদার, ঝিমিয়ে পড়া আমিকে বারে বারে উজ্জীবিত করার একজন। আমার যে কোন কাজকে সহজ করে দিতে তার বিকল্প নাই। সবসময় শুধু তার কাজের নেশা। কাজের জন্যে নাওয়া খাওয়ার সময় থাকেনা তার। শুটিং অথবা যে কোন কাজের সময় নিজে না খেলেও আমাকে খাওয়াতে কখনো ভুলে না সে। সেই অনিক আজ নাই।’

তিনি আরও বলেন, ‘অনিক গত ৫ বছরের মত আমাকে আর কখনো বলবেনা- ভাইয়া, এই গল্পটা নিয়ে কাজ করেন অথবা এই শর্টটা এই ভাবে নিলে ভালো হবে। অনিকরে তোকে ভীষণ মিস করছি। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুই নাই, আর কোন দিন আসবি না আমার কাছে।’

অনিকের মৃত্যুতে শোক প্রকাশ করে নির্মাতা দীঙ্কর দীপন ফেসবুক বার্তায় লিখেছেন, ‘অনেক স্বপ্ন ছাড়া কেউ সহকারি পরিচালকের মত চুড়ান্ত অমানবিক কষ্টের কাজে আসেনা, স্বপ্নটা পুরণ না করেই চলে যাওয়া অনিকের জন্য অনেক শোক। অনিক কে আমি চিনিনা, কিন্তু আমি জানি, আমি এই স্বপ্ন নিয়েই চলি।’

এলএ/আরআইপি