ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আজ থেকে শুরু আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১২ নভেম্বর ২০১৫

মাটি আর মানুষের শিকড়ের যে সুর সেই লোক সংগীতের বর্ণাঢ্য আসরটি প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বাংলাদেশে। এই খবর বেশ পুরোনো। অপেক্ষা ছিলো মাহেন্দ্রক্ষণটির। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্ব বরেন্য লোক গানের শিল্পীদের নিয়ে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫’।

ঢাকা আর্মি স্টেডিয়ামে আজ থেকে ১৪ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে এই সংগীতায়োজন। গান-সুর আর গান পিপাসু মানুষের পদচারণায় এই তিনদিন আর্মি স্টেডিয়াম হয়ে উঠবে সংস্কৃতি সম্প্রীতির দারুণ এক মেলা।

লোকজ গানের সুধা বরাবরই মনে দোলা দিয়ে যায়। লালন-হাছনের বাংলায় তো বটেই, কালে কালে বিশ্বজুড়ে অসংখ্য শিল্পীরাই লোকজ সংগীতের চর্চা করেছেন, মিটিয়েছেন বৈরাগ্য মনের পিপাসা। সমকালীন সেইসব ফোকশিল্পী, ব্যান্ড ও সংগীতায়োজকদের নিয়েই বসছে জমজমাট এই আসর।

তিন দিনের এই আয়োজনে অংশ নিচ্ছেন পাঁচ দেশের শতাধিক কণ্ঠশিল্পী, সংগীতায়োজক ও ব্যান্ড দল। উৎসবে যারা তুলে ধরবেন নিজ নিজ দেশের লোকসংগীতের ধারা। সে তালিকায় রয়েছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী ফরিদা পারভীন, কাঙ্গালিনী সুফিয়া, বারী সিদ্দিকী, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, মমতাজ, নাশিদ কামাল, আজগর আলীম, জহির আলীম, নুরজাহান আলীম, বাউল শফি মণ্ডল, ইসলাম উদ্দিন কিস্সাকার, অর্ণব, আনুশেহ, লাবিক কামাল গৌরব, ম্যাজিক বাউলিয়ানার শিল্পীরাসহ অনেকেই।

বিদেশের তালিকায় রয়েছে ভারতের লোকসংগীত সাধক পবন দাস বাউল, ফোক ব্যান্ডদল ইন্ডিয়ান ওশান, নুরান সিস্টার্স, পাপন, পার্বতী বাউল, পাকিস্তানের কণ্ঠশিল্পী আবিদা পারভীন ও সাঁই জহুর, চীনের ইউনান আর্ট ট্রুপ, আয়ারল্যান্ডের নিয়াভ নি কারাসহ বেশ কিছু আলোচিত লোকজ গানের শিল্পীর নাম।

লোক গান নিয়ে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক উৎসবটি আয়োজন করেছে সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন।

এলএ/আরআইপি