ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাকিবের ফাঁকা আওয়াজে বিরক্ত চলচ্চিত্র পাড়া!

প্রকাশিত: ০৯:০০ এএম, ১০ নভেম্বর ২০১৫

ঢাকাই ছবির প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। তার স্মরণে দিনব্যাপী একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। কথা ছিলো সেটি সোমবার, ৯ নভেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হবে। চাষী নজরুল পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘অন্তরঙ্গ’র টিকেট দেখিয়ে যে কেউ সেই অনুষ্ঠানটিতে প্রবেশ করতে পারবেন। এ নিয়ে দেশের প্রায় সব কয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

কিন্তু সোমবার এ ধরনের কোনো অনুষ্ঠান হয়নি এফডিসিতে। অনেকেই অন্তরঙ্গ সিনেমার টিকেট নিয়ে গিয়েও এফডিসিতে ঢুকতে পারেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সাধারণ মানুষদের পাশাপাশি পূর্বের ঘোষণা অনুযায়ী হাজির হয়েছিলেন চলচ্চিত্র পরিচালকসহ তারকা, চাষী নজরুলের বন্ধু-বান্ধব ও সাংবাদিকেরা। পরে সেখানে গিয়ে জানা গেল, চাষীর স্মরণানুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে!

কিছু না বলে কয়ে হুট করেই এমন আয়োজনের ঘোষণা দিয়ে পুনরায় সেটি নিজের ইচ্ছেমতো বাতিল করায় শাকিবের উপর বিরক্তি প্রকাশ করেছেন চলচ্চিত্রের মানুষেরা। তাদের দাবি, যেটা শাকিব পারবেন না সেটা বলে বেড়ানোর কী প্রয়োজন। চাষী নজরুল নিজেই একটি প্রতিষ্ঠানের মতো। তাকে কেউ ঘটা করে স্মরণ না করলেও এদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকেরা ঠিকই চিরদিন শ্রদ্ধা করবেন। বরং এইসব ফাঁকা আওয়াজেই চাষী নজরুলকে ছোট করা হয় বলেও অভিমত দিয়েছেন তারা।
 
শাকিব খান অনুষ্ঠানটি বাতিল করার ব্যাখ্যায় বেশ কিছু গণমাধ্যমকে বলেন, ‘আসলে খুব অল্প সময়ের মধ্যে এত বড় অনুষ্ঠান সফল করা সম্ভব নয়। তাই সবার কাছে একটু সময় চাইছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বড় আকারেই অনুষ্ঠানটি হবে। দেরিতে হলেও এই আয়োজন বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই।’

প্রয়াত গুণী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের দুটি ছবিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। প্রথমটি ছিলো ‘সুভা’ ও দ্বিতীয়টি ছিলো ‘দেবদাস’। সাহিত্যধর্মী এই ছবিগুলোতে চাষী চেষ্টা করেছিলেন শাকিবকে দর্শকের সামনে নতুন আঙ্গিকে হাজির করতে। কিন্তু শাকিব নিজেকে ভেঙ্গে নতুনায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যার ফলে ‘দেবদাস’-এ মহানায়ক বুলবুল আহমেদের স্থানে শাকিবকে স্থলাভিষিক্ত করায় সমালোচনার মুখে পড়েছিলেন চাষী নজরুল ইসলাম।

প্রসঙ্গত, দেশর শীর্ষ নায়ক ও শিল্পী সমিতির সভাপতি হওয়া সত্ত্বেও শাকিব সমালোচিত হয়েছিলেন চলতি বছরের ১১ জানুয়ারি চাষী নজরুল ইসলামের মৃত্যুর পর তাকে শেষ দেখা দেখতে না যাওয়ায়। চলচ্চিত্র পরিবারের সকল সদস্য এবং চলচ্চিত্রের বাইরের অনেক স্বনামধন্য ব্যক্তিরা চাষীকে বিদায় জানাতে আসেন। নায়ক রাজ-রাজ্জাক থেকে শুরু করে কবরী, সোহেল রানা, ববিতাসহ আরো অনেক স্বনামধন্য ব্যক্তিরা তার মৃতদেহ দেখতে আসেন। শাকিব খান আসেননি। অথচ তিনি তখন দেশেই ছিলেন।

শকিবের পুরোনো এই বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে চাষীর স্মরণে অনুষ্ঠান করার ঘোষণা দিয়ে সেটি পিছিয়ে দেয়ায়।

এলএ/পিআর