ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আসমা কিবরিয়ার প্রয়াণে শিল্পকলা একাডেমির শোক

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারিবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

দেশের শিল্প ও সংস্কৃতি বিশেষ করে চারুশিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষে তিনি বলিষ্ঠ অবদান রেখেছেন তা বাংলাদেশ শিল্পকলা একাডেমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে চারুশিল্পের ক্ষেত্রে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয় বলে মন্তব্য করেন তারা।

একাডেমির সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারিবৃন্দ প্রয়াত চিত্রশিল্পী আসমা কিবরিয়ার বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

এলএ/আরআইপি