ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মঞ্চ নাটক নিয়ে টিভিতে মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:২১ এএম, ০৮ নভেম্বর ২০২০

তারিক রায়হান (মোশাররফ করিম) একটি নাট্যদলের প্রধান। দেশের সবচেয়ে বড় নাট্য উৎসবে ‘হ্যামলেট’ নাটকটি মঞ্চস্থ করতে গিয়ে তিনি পড়ে যান বড় ধরনের ঝামেলায়। ঘটতে থাকে নানা রহস্যজনক ঘটনা।

এমন সময় আগমন ঘটে সুমনের (রওনক হাসান)। সুমনের আচরণে তারিক রায়হান যতটা বিস্ময়াভিভূত হয়; ঠিক ততটাই তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে। এ কৌতূহল তাকে নিয়ে যায় মনস্তাত্ত্বিক এক দ্বান্দ্বিক জগতে। যে জগতে সুমনের উপস্থিতি তাকে নতুন করে ভাবায়।

Mosharob1

শুরু হয় মাইন্ড গেম। ঘটতে থাকে নানা রহস্যময় ঘটনা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। যে গল্পে রেয়েছে সাহিত্যরস, যে গল্প মানুষকে হাসায়, কাঁদায়, ভাবায় এবং কখনো কখনো হয়ে ওঠে কারো কারো জীবনের গল্প।

‘পরিবর্তন আসুক বাংলা নাটকেও’ স্লোগানকে সামনে রেখে এমন গল্পের ‘হ্যামলেটের ফিরে আসা’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। প্রযোজনা করছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

Mosharob1

এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রওনক হাসান, শেখ মাহবুবুর রহমান, খায়রুল আলম টিপু, শিকদার মুকিত, রিগ্যান সোহাগ রত্নসহ অনেকে। নাটকটি ১৪ নভেম্বর রাত সাড়ে ৮টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।

এসইউ/এলএ/এমএস

আরও পড়ুন