ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মাহতাব হোসেনের প্রিয় কবিতায় আসছেন পঙ্গু কবি সজল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৫ নভেম্বর ২০২০

ছোটপর্দার বড় তারকা বলা হয় আবদুন নূর সজলকে। দীর্ঘদিন ধরেই তিনি দর্শকের প্রিয় অভিনেতা হিসেবে অভিনয় করে যাচ্ছেন নাটক-টেলিছবিতে। সিনেমাতেও তাকে পাওয়া গেছে বেশ চমক জাগানিয়া চরিত্রে। ব্যস্ত এই অভিনেতা সম্প্রতি একজন পঙ্গু কবির চরিত্রে কাজ করেছেন। ‘প্রিয় কবিতা’ শিরোনামে একক নাটকটি রচনা করেছেন সময়ের আলোচিত তরুণ লেখক মাহতাব হোসেন।

আরটিভির জন্য এ নাটকটি পরিচালনা করেছেন দর্শকপ্রিয় নির্মাতা সরদার রোকন। ‘প্রিয় কবিতা’-য় কবি সজলের নায়িকা নাদিয়া নদী।

মাহতাব হোসেন নাটকটির গল্প প্রসঙ্গে বলেন, ‘চেনাজানা গন্ডিতে প্রেমের গল্প নয় এটি। সমসাময়িক প্রণয়ের গল্পের মতো যে প্রণয় অন্তরালে গড়ে ওঠে, ঠুনকো সমস্যা সে প্রণয় পরিণতির দিকে যায় না। কিন্তু হৃদয়ের গভীরে যে প্রেম আঁচ ফেলে যায় তার অর্থ আছে, এমনই একটি সহজ অথচ এলোমেলো পথে বয়ে যাওয়া সম্পর্কের কথা বলা হয়েছে নাটকে।’

Sajal-02

এ নাটক নিয়ে অভিনেতা সজল উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘নতুন একটি চরিত্র পেলাম। গল্পে একটি সামাজিক বার্তা আছে। এই নাটকে আমি একজন পঙ্গু কবি। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা আমার প্রতিবাদী জীবনে কোনো বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। খুব উপভোগ করেছি নাটকটি করতে গিয়ে।’

নির্মাতা সরদার রোকন নাটকটি নিয়ে বলেন, ‘একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প। গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।’

সম্প্রতি রাজধানীর উত্তরায় এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ‘প্রিয় কবিতা’ প্রচার হবে আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভিতে, রাত ৮ টায়।

এলএ/পিআর

আরও পড়ুন